21 March 2018

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৯, আহত ৫২


আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৯ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছেআফগান নওরোজ উৎসব শুরুর দিনেই এই হামলাটি যখন হয় তখন ঘটনাস্থলে হাজার হাজার মানুষ সেখানে সানন্দে জমায়েত হয়েছিল

বিভিন্ন সংবাদ সংস্থার প্রাথমিক খবরে বলা হয়, বহু মানুষ নওরোজ উৎসবের আনন্দে শরিক হওয়ার জন্য সেখানে জমায়েত হয়এদের একটি বড় অংশ ছিল সংখ্যালঘু শিয়াএসময় আত্মঘাতী বোমা হামলাকারী হঠাৎই কেউ কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে ভয়ঙ্কর বোমা হামলাটি চালায়

সন্ত্রাসী গোষ্ঠি আইসিস এই হামলার দায় স্বীকার করেছেহতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছেসুন্নিপন্থি আইসিস ও তালেবান সাম্প্রতিককালে সংখ্যালঘু শিয়াদের ওপর আর বেশ কিছু হামলা চালিয়েছেতবে বুধবারের এই হামলা খুবই বড় ধরনের এক হামলাযেখানে আরো বহু লোকের হতাহত হবার আশঙ্কা ছিল

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী পায়ে হেঁটে সখী মাজারের সামনে পৌঁছালে পুলিশ টের পেয়ে যায় যে, তার শরীরে বোমা বাঁধা আছেএসময়ই কোনো বাধা দেবার সুযোগ না দিয়ে সে নিজের শরীরে বাঁধা বোমাটির বিস্ফোরণ ঘটায়চোখের নিমিষে সেখানে নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়

রাজধানী কাবুলের পশ্চিমাংশে অবস্থিত এই মাজারটি কাছেই কাবুল বিশ্ববিদ্যালয় এবং আলি আবাদ হাসপাতাল২০১৬ সালের অক্টোবর মাসেও এই মাজারে শিয়াদের আশুরা উৎসবের আয়োজনকালে এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছিল।  এছাড়া মাজারটিতে ২০১১ সালে চালানো আরেক আত্মঘাতী হামলায় কমপক্ষে ৫৯ জনের মৃত্যু হয়েছিল


সখী মাজারটি কাবুলের সবচেয়ে বড় মাজারএখানে ফকির, দরবেশ, গায়ক আধ্যাত্মিক  ও সুফি ঘরানার লোকজনের আগমন ঘটে থাকে


শেয়ার করুন

0 facebook: