স্বদেশবার্তা ডেস্কঃ সারাদেশের
শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি)
থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন করবে শিক্ষা
মন্ত্রণালয়।
গত ১৫ মার্চ
শিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব মুহম্মদ সারওয়ার হোসেন স্বাক্ষরিত এ সংক্রন্ত একটি নির্দেশনা দেশের
সকল জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা
হয়েছে, আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় ঢাকা মহানগরীসহ দেশের
সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষক-শিক্ষার্থীরা সমবেতভাবে দাঁড়িয়ে শিক্ষা
ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন এবং সাফল্যের তথ্যাবলি সম্বলিত ফেস্টুন, প্লাকার্ড নিয়ে ৩০ মিনিট অবস্থান করবেন।
পাশাপাশি
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আনন্দ শোভাযাত্রা, চিত্র প্রদর্শনী, ছবি আঁকা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক
অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজনের নির্দেশনা রয়েছে।
এছাড়া জেলা-উপজেলা
পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে শোভাযাত্রাসহ অন্যান্য অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে
স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণ
সংক্রান্ত তথ্যাদি বোর্ডে উপস্থাপন করতে হবে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: