05 August 2019

ভয়ঙ্কর চক্রান্তে দেশ, যুবকের তৈরি লার্ভা নিধনের কার্যকর ওষুধ ফিরিয়ে দিল সিটি করপোরেশন!


স্টাফ রিপোর্ট।। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এডিস মশার লার্ভা ধ্বংসের ওষুধ তৈরির একটি ঘটনা শেয়ার করেছেন।

তিনি লিখেছেন, 'এক ভদ্রলোক নিজ প্রচেষ্টায় এডিস মশার লার্ভা ধ্বংস করার ঔষধ বানিয়ে আমার অফিসে এসে দেখালেন। তিনি জানালেন, এ ঔষধ ক্ষতিমুক্ত এবং মশার ডিম এবং লার্ভা ধংসে শতভাগ কার্যকরি।'

মাহবুব কবীর আরো জানান, 'তিনি আমার টেবিলে তা পরীক্ষা করে দেখালেন। সাথে নিয়ে এসেছিলেন এক ডিব্বা ডিম এবং লার্ভা। গ্লাসে দেখা যাচ্ছে ঔষধ দেয়ার পর ৩ মিনিটের মধ্যেই লার্ভা মরে গেল। তার মতে মশা মারার চেয়ে বেশি দরকার ডিম এবং লার্ভা ধ্বংস করা। কারণ ডিম মাসের পর মাস থেকে যায় এবং তা থেকে লার্ভা, পিউপা হয়ে পূর্ণ মশায় পরিণত হয়।'

মাহবুব মিলন শেষে লিখেছেন, 'তিনি সিটি কর্পোরেশনে গিয়েছিলেন তার এই ঔষধ নিয়ে। সেখান থেকে বলা হয়েছে নিজে থেকে তা বাজারজাত করতে। তারা কিছু করতে পারবেন না এ বিষয়ে।'

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এরূপ-ই মনে হচ্ছে যে দেশে মশা বাহিত রোগ চরম পর্যায়ে পৌছার পেছনে সিটি কর্পোরেশনের হাত আছে। খুব সম্ভবত তারা ইহুদী ঔষদ কোম্পানি স্যানোফির এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে যেনো ডেঙ্গু মহামারী আকারে সারা দেশে ছড়িয়ে পড়ে আর সেই সুযোগে স্যানোফির ডেঙ্গু ভ্যাক্সিন এর এক চেটিয়া ব্যবসা হয়। সরকারের উচিৎ এই বিষয়টা ভালো করে খোজ নেওয়া নাহলে দেখা যাবে এক মেয়র সাইদ খোকনের এজেন্ডা বাস্তবায়নের সহযোগিতা করতে গিয়ে নিজেদের অস্তিত্বই থাকবেনা।



শেয়ার করুন

0 facebook: