22 March 2018

আমরাও খালেদার এই পরিণতি কামনা করিনি


স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘আশা করি, বিএনপি আইনের পথে হেঁটে খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা করবেখালেদা জিয়ার এই পরিণতি আমরাও কামনা করিনি

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটশীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেনন্যাপ ভাসানী ও মাওলানা ভাসানী ঐক্যজোট আলোচনা সভাটির আয়োজন করে

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য ও মতানৈক্য থাকবেসেটা আমরাই আলোচনা করে সমাধান করবএটা আমাদের ঘরোয়া ব্যাপারতিনি বলেন, ‘গতকাল বিএনপি নালিশ দেওয়ার জন্য বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেতাদের কাজ হচ্ছে দেশের বিষয়ে বিদেশিদের কাছে নালিশ দেওয়াএটা আমাদের জন্য দুর্নামতিনি বলেন, কূটনীতিকদের কাছে গিয়ে বিএনপি জাতিকে অপমান করেছেনালিশ যদি থাকে জনগণের কাছে দিন, বিদেশিদের কাছে নয়

বিএনপির প্রতি অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আপনাদের দুর্নীতিবাজ চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানকে রক্ষা করার রাজনীতি থেকে সরে আসুনতিনি বলেন, মওদুদ আহমদ সাহেবদের ওপর খালেদা জিয়া আর তারেক রহমানের কোনো আস্থা নেইসে জন্যই তাঁরা এখন ব্রিটিশ আইনজীবী ভাড়া করেছেনএই ব্রিটিশ আইনজীবী যুদ্ধাপরাধীদের আইনি পরামর্শক ছিলেনব্রিটেনে এত আইনজীবী আছে, কাউকে খুঁজে পেলেন না? যুদ্ধাপরাধীদের আইনজীবীকে পেলেন?


ন্যাপ ভাসানী ও মাওলানা ভাসানী ঐক্যজোটের সভাপতি এম এ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনএফের সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, অরুণ সরকার প্রমুখ প্রথম আলো


শেয়ার করুন

0 facebook: