22 March 2018

উচ্চ শব্দে গান বাজিয়ে ২ জনের কারাদণ্ড

প্রতিকি ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ গভীর রাতে উচ্চ শব্দে গান বাজিয়ে ডিজে পার্টি করছিলেন বিয়েবাড়ির লোকজনএতে আশপাশের মানুষের ঘুমের ব্যাপক ব্যাঘাত ঘটায় অভিযোগ যায় ভ্রাম্যমাণ আদালতের কাছেভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে ১৫ দিনের কারাদণ্ড দেন

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন মোহাম্মদ সোহেল (২৪) ও  মুহম্মদ সাইফুল ইসলাম (১৮)চট্টগ্রামের রাউজানে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হিংগলা গ্রামে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়এতে সহযোগিতা করে থানা-পুলিশ

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে গতকাল রাতে একটি বিয়ের গায়েহলুদ অনুষ্ঠান চলছিলগভীর রাতে উচ্চ শব্দে ডিজে পার্টি করছিলেন বিয়েবাড়ির লোকজনএতে স্থানীয় মানুষজনের ঘুমের ব্যাঘাত ঘটেফলে অনেকেই অভিযোগ জানানউচ্চ শব্দে গান বাজানোর অপরাধে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়


রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, রাত ১১টার পর কোনো ধরনের শব্দদূষণ মেনে নেওয়া হবে নাতারা এত রাতে যে উচ্চ শব্দে গান বাজাচ্ছিল, এর অনুমতি ছিল নাগভীর রাতে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে গান বাজানোয় দুজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে


শেয়ার করুন

0 facebook: