03 April 2018

দুই হাতে দিয়েই লিখেন শিক্ষার্থীরা!


আন্তর্জাতিক ডেস্কঃ দুই হাতে লিখতে পারেন ভারতের মধ্যপ্রদেশের সিঙ্গারৌলি জেলার বিনাবাদিনী স্কুলের ৩০০ শিক্ষার্থীস্কুলে ৪৫ মিনিটের ক্লাসের মধ্যে ১৫ মিনিট ব্যয় করা হয় হাতের লেখা শেখাতে, নিয়মিত ক্লাসও করানো হয়ফলে খুব সহজেই হাতে একই সাথে দুই লিখতে অভ্যস্ত হতে পারে

স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা সাবেক সেনা জওয়ান ভিপি শর্মা বলেন, আজকের এ বিস্ময়ের একমাত্র অনুপ্রেরণা দেশটির প্রয়াত প্রথম রাষ্ট্রপতি ডা. রাজেন্দ্রপ্রসাদডা. রাজেন্দ্রপ্রসাদ একসঙ্গে দুই হাতে লিখতে পারতেনআমিও তা শিখেছিলামসেটাই আমার স্কুলের ছেলেমেয়েদের শেখাচ্ছি


সারাবিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষ বাঁ হাতে লেখেনবাকিরা ডান হাতেএসবের বাইরেও এমন কিছু সংখ্যক মানুষ আছেন, যারা একই সময়ে দুই হাতে লিখতে পারেন সমানভাবে


শেয়ার করুন

0 facebook: