সেনাবাহিনী
জানিয়েছে সম্ভবত কয়েক মাস আগে ইসরায়েল-গাজা সীমান্তে এই ঘটনা ঘটেছিল। রাইফেলে থাকা ভিডিও ক্যামেরার
মাধ্যমে এটি ধারণ করা হয়েছিল।
ভিডিওটিতে দেখা
গেছে, তিন ব্যক্তি কাঁটাতারের বেড়ার কাছে দাঁড়িয়েছিল। হঠাৎ করে একটি গুলির শব্দ ভেসে
আসে এবং নিরস্ত্র এক ব্যক্তি মাটিতে পড়ে যায়।
এসময় শোনা যায়
হিব্রুতে কেউ বলছে, ‘উহ! চমৎকার ভিডিও। হ্যা! বেশ্যার ছেলে! দারুন
ভিডিও!’
এসময় গুলিবিদ্ধ
ওই ব্যক্তির কাছে বেশ কয়েকজনকে ছুটে আসতে দেখা যায়। ওই ব্যক্তির অবস্থা পরে আর জানা যায়নি।
প্রসঙ্গত,
দুই সপ্তাহ আগে গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের গুলিতে ১৬ ফিলিস্তিনি
বিক্ষোভকারী নিহত হয়। ইসরায়েল দাবি করেছে, যারা কাঁটাতারের বেড়া ভাঙ্গার
চেষ্টা করছিল তাদের দিকে লক্ষ্য করেই গুলি ছোঁড়া হয়েছিল। তবে ফিলিস্তিনিরা দাবি করেছে, বিনা উস্কানিতেই ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: