11 April 2018

মেডিকেল রিপোর্টে খালেদা জিয়ার ঘাড়ে, কোমরের হাড়ে সমস্যা পাওয়া গেছে


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান মো. শামছুজ্জামান মঙ্গলবার সাংবাদিকদের জানান, বেগম জিয়ার ঘাড়ে ও কোমরের হাড়ে কিছুটা সমস্যা আছেতবে রক্তের রিপোর্টগুলো ভালো, স্বাভাবিক আছে

মো. শামছুজ্জামান বলেন, খালেদা জিয়ার রক্ত পরীক্ষা ও এক্স-রের রিপোর্ট আমরা পেয়েছিতাঁর এক্স-রে রিপোর্টগুলোতে দেখা যাচ্ছে কোমরে ও ঘাড়ের হাড়ে কিছুটা সমস্যা আছেরক্তের রিপোর্টগুলো খুবই ভালো আছেবয়সের কারণে উনার এই অসুস্থতা

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছর সাজা পেয়ে কারাগারে আছেন খালেদা জিয়াদুই মাসের মাথায় ৭ এপ্রিল চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয়


এর আগে ১ এপ্রিল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত বিশেষ মেডিকেল বোর্ড কারাগারে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেপরদিন বোর্ডের সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক মো. শামছুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন, খালেদা জিয়া অসুস্থ, তবে গুরুতর নয়


শেয়ার করুন

0 facebook: