প্রতীকি ছবি |
আন্তর্জাতিক ডেস্কঃ এবার অনলাইনে
নিজের কুমারীত্ব বিক্রি করতে সরাসরি বিজ্ঞাপন দিলেন এক তরুণী৷ সেই তরুণী
অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা। বয়স মাত্র ১৯ বছর৷ আর নিজের কুমারীত্ব বিক্রি করতে গিয়ে তিনি দাম হাঁকালেন
প্রায় আড়াইলাখ ডলার৷
কুমারীত্ব
বিক্রির নিজের সেই ইচ্ছার পাশাপাশি নিজের চেহারা ও শরীরের বিশদ বর্ণনাও দিয়েছেন
তিনি বিজ্ঞাপনে৷ তিনি জানিয়েছেন, তার উচ্চতা ১৬১সেন্টিমিটার,
ওজন ৪৪কিলো৷ আর সেই সঙ্গে শেয়ার করেছেন তার নিজের বেশ কিছু
খোলামেলা ছবিও৷
সেই
বিজ্ঞাপনটির নাম দিয়েছেন তিনি ‘ভার্জিন সিকস ইউ, সিডনি সিটি’৷ বিজ্ঞাপনে রয়েছে আরও বেশ
কিছু তথ্য৷ তিনি বলেন, কোনও হোটেলে গিয়ে প্রথমে
ডিনার করতে চান তিনি সঙ্গীর সঙ্গে৷ এরপর সঙ্গীর পছন্দমতন যেকোনও হোটেলে যেতেই তিনি
রাজি আছেন৷ সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: