16 April 2018

মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় স্বামী অসীমানন্দসহ সবাই খালাস


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হায়দরাবাদ রাজ্যের তেলেঙ্গানায় অবস্থিত ঐতিহ্যবাহী মক্কা মসজিদে বিস্ফোরণ মামলার ৫ অভিযুক্তকে রেহাই দিল বিশেষ জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) আদালতআসামিদের অন্যতম স্বামী অসীমানন্দতিনি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের একজন সক্রিয় সদস্য

এই মামলায় অভিযুক্ত হিসাবে মোট ১০ জনের নাম ছিলতবে বিচারের মুখোমুখি হন তাদের মাত্র পাঁচজনদেবেন্দ্র গুপ্তা, লোকেশ শর্মা, স্বামী অসীমানন্দ ওরফে নবকুমার সরকার, ভরত মোহনলাল রত্নেশ্বর ওরফে ভরত ভাই ও রাজেন্দ্র চৌধুরীতারা সবাই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য

২০০৭ সালে মক্কা মসজিদে ঘটা নাশকতায় ৯ জন নিহত হন, ৫৮ জন আহত হন সন্দীপ ভি ডাঙ্গে ও রামচন্দ্র কালসাঙ্গরা নামে দুই অভিযুক্ত পলাতকআরেক অভিযুক্ত সুনীল জোশী মারা গেছেনবাকি দুজন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে


বিচার পর্বে ২২৬ জন সাক্ষীকে পরীক্ষা করা হয়, ৪১১টি নথি পেশ হয় আদালতে স্বামী অসীমানন্দ ও ভারত মোহনলাল রত্নেশ্বর জামিনে ছাড়া পান আগেইবাকি তিনজন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন এখানকার সেন্ট্রাল জেলে


শেয়ার করুন

0 facebook: