16 April 2018

ট্রেনে কাটা পড়ে মরলো ৪ হাতি


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ওড়িশায় একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে শাবকসহ মারা পড়লো চারটি বন্যহাতি। সোমবার (১৬ এপ্রিল) ভোরে ওড়িশার তেলিদিহি গ্রামের কাছে এ ঘটনা ঘটে বলে জানাচ্ছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম

জানা যায়, একদল হাতি ভোর ৪টার দিকে রেললাইন অতিক্রম করছিলোদলে ছিল লম্বা দাঁতের একটি পুরুষ হাতি, দুটি মেয়ে হাতি ও একটি শাবক


এসময় দ্রুতগামী মালবাহী ট্রেন পুরো দলটিকে চাপা দেয়এতে ঘটনাস্থলেই মারা যায় হাতিগুলো


শেয়ার করুন

0 facebook: