স্বদেশবার্তাঃ চট্টগ্রাম
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অধ্যক্ষকে পেটানোর কেলেঙ্কারির
রেশ কাটতে না কাটতেই প্রকাশ পেল আরেক কেলেঙ্কারি। এবার তিনি পিটিয়েছেন চট্টগ্রামের
এক কোচিং ব্যবসায়ীকে। ইতোমধ্যে বিষয়টি জানিয়ে কোচিং মালিক রাশেদ মিয়া পাঁচলাইশ
থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনারও সিসিটিভি ফুটেজ
পাওয়া গেছে। চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার ইউনিএইড কোচিং সেন্টারের অফিস
কক্ষের প্রায় ৬ মিনিটের এই সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে
ইউনিএইড কোচিং সেন্টারের মালিক রাশেদ মিয়াকে আঙুল তুলে শাসিয়ে টেবিল চাপরাচ্ছেন
রনি। এক পর্যায়ে রাশেদের গালে থাপ্পড় মারতে দেখা যায় রনিকে। পরে চুল ধরে টানা-হেঁচড়া
করে রাশেদের গালে কয়েকবার থাপ্পড় মারেন তিনি।
মাঝে মধ্যে চলতে থাকে
তার ‘শাসন’। এভাবে প্রায় আড়াই মিনিট চলার পর রুম
ছেড়ে বেরিয়ে যান রনি। কয়েক মুহূর্ত পরই আবারো ফিরে এসে গালমন্দ করতে থাকেন। এই
মুহূর্তে তাকে দীর্ঘ সময় কারো সঙ্গে ফোনালাপে ব্যস্ত থাকতে দেখা যায়।
পুরো ঘটনায় কোচিং মালিক
রাশেদকে হাতজোড় করে চেয়ারে বসে থাকতে দেখা গেছে।
খবর বিভাগঃ
অপরাধ
চট্টগ্রাম বিভাগ
রাজনীতি
0 facebook: