![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম সাহারা
এলাকার বিচ্ছিন্নতাবাদী সংগঠন পলিসাইরো ফ্রন্টকে সহযোগিতার অভিযোগ এনে ইরানের সাথে
কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে মরক্কো। গত মঙ্গলবার মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে
জানানো হয়েছে, তেহরানে তাদের দূতাবাস বন্ধ
করে দেয়া হবে এবং রাবাতে থাকা ইরানের দূতকে ফেরত পাঠানো হবে।
পলিসাইরো
ফ্রন্টকে ইরান ও লেবাননের বিদ্রোহী গ্রুপ হেজবুল্লাহ সমর্থন দেয়ায় এ পদপে নেয়া
হয়েছে বলে জানিয়েছেন মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসির বৌরিতা। এই অভিযোগের তাৎণিক কোনো জবাব দেয়নি ইরান। তবে অভিযোগ অস্বীকার করে এক
বিবৃতিতে হেজবুল্লাহ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপে পড়ে এ
সিদ্ধান্ত নিয়েছে রাবাত।
রাবাতের অভিযোগ,
পলিসাইরো ফ্রন্টের যোদ্ধাদের অস্ত্র ও প্রশিণ দিয়ে সহায়তা
দিচ্ছে তেহরান ও লেবাননের হেজবুল্লাহ গ্রুপ। পররাষ্ট্রমন্ত্রী নাসির বৌরিতা বলেছেন, রাবাতের কাছে প্রমাণ রয়েছে আলজেরীয় দূতাবাসের মাধ্যমে ইরান
সরকারের দায়ী ব্যক্তিরা হেজবুল্লাহর সহায়তায় পলিসাইরো ফ্রন্টকে অর্থনৈতিক ও অস্ত্র
সরঞ্জাম দিচ্ছে।
লিবিয়ায়
নির্বাচন কমিশন সদরদপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ১৫, আহত ২১ লিবিয়ায় নির্বাচন কমিশনের সদরদপ্তরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের
এক আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
লিবিয়ার সরকারি
ত্রিপোলি ফিল্ড হাসপাতালের কর্মকর্তা আব্দাদায়েম আল-রবতি এ প্রাণহানির সত্যতা
নিশ্চিত করে বুধবার রাতে বলেন, এ ভয়াবহ হামলায় নির্বাচন
কমিশনের নয়জন কর্মী, নিরাপত্তা বাহিনীর চার সদস্য ও
দুই সন্ত্রাসী নিহত এবং আরো ২১ জন আহত হয়েছে।
সন্ত্রাসীরা
বুধবার নির্বাচন কমিশন ভবনের প্রধান গেটে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে তাদের
বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ঘিরে ফেললে
তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়।
নির্বাচন
কমিশনের উপ-প্রধান আবদাল হাকিম বেলখাইর বলেন, এটা স্পষ্ট যে লিবিয়ার আসন্ন নির্বাচন যেকোন উপায়ে বাধাগ্রস্ত করতেই এ হামলা
চালানো হয়েছে। জাতিসংঘ সমর্থিত লিবীয় সরকার নিহতদের জন্য তিনদিনের
জাতীয় শোক ঘোষণা করেছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: