![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ এক মহিলাকে খুন করে, লাশ টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছে বিকৃতরুচির এক অস্ট্রিয়ান নাগরিক। পুলিশ জানিয়েছে, পরবর্তীতে মাংস খাওয়ার জন্যই সে লাশ টুকরো করে ফ্রিজে রেখেছে।
পূর্ব ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই ঘটনার জন্ম দিয়েছেন ৬৩ বছরের এক লোক। তাকে গ্রেফতার করেছে পুলিশ, তবে নাম প্রকাশ করেনি। কৌশলিরা জানিয়েছে, গত মার্চ মাসের শেষ দিকে এক মহিলাকে হত্যা করে সে। আর পুলিশ ঘটনার সন্ধান পেয়েছে এপ্রিলের মাঝামাঝি। সেই হতভাগীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
সন্দেহভাজন খুনির রেফ্রিজারেটর থেকে নিহতের মাথা, ঘাড়সহ শরীরের বেশ কিছু অঙ্গ উদ্ধার করেছে পুলিশ।
ভিয়েনার দক্ষিণ-পূর্ব দিকের নিউসিডলার লেকে একটি বোট ও পাশ্ববর্তী একটি কেবিনে থাকতো সে। অস্ট্রিয়ার এপিএ বার্তা সংস্থা জানিয়েছে, পুলিশের ডগ স্কোয়াড লোকটির কেবিনের কাছ থেকে সন্দেহজনক কোন কিছু খুঁজে পাওয়ার ইঙ্গিত করে, এরপর পুলিশ অনুসন্ধান চালায়।
স্থানীয় একটি সংবাদপত্রের খবরে বলা হয়েছে, নিহত মহিলার বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে হবে। তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, ভিয়েনার উইয়েন ওয়েস্টব্যানহোফ রেল স্টেশনে সন্দেহভাজন খুনি লোকটির সাথে দেখা হয়েছিলো ওই মহিলার।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: