03 May 2018

বিহারে দুর্ঘটনা কবলিত বাসে আগুন, ২৭ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহার রাজ্যে দুর্ঘটনা কবলিত বাসে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ২৭ জন যাত্রীএতে আহত হয়েছেন আরও কয়েকজনআহতদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক

স্থানীয় সংবাদ মাধ্যমে সূত্রে জানা যায়, ৩২ জন যাত্রী নিয়ে বাসটি মুজাফ্ফরপুর থেকে দিল্লি যাচ্ছিল২৮ নম্বর জাতীয় সড়কের ওপর কোটওয়া থানা এলাকার চেতয়ার কাছে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসটিতেস্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পরই ছুটে আসেন উদ্ধারকাজেতারা জানিয়েছেন, ৫ জনকে উদ্ধার করা গেলেও বাকিদের সেখান থেকে বের করা যায়নি

এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দিয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিহারের মু্খ্যমন্ত্রী নীতীশ কুমাররাজ্য সরকারের পক্ষ থেকে প্রাণ হারানো প্রত্যেকের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছে


শেয়ার করুন

0 facebook: