13 May 2018

মিয়ানমারে বিদ্রোহী হামলায় নিহত ১৯


আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে চীনা সীমান্ত সংলগ্ন এলাকায় সশস্ত্র বিদ্রোহী দল তাং ন্যাশনাল আর্মির (টিএনএলএ) হামলায় কমপক্ষে ১৯জন নিহত হয়েছেনআহত হয়েছেন আরও ২৯জনআহতদের মধ্যে ২০জনই বেসামরিক লোক বলে জানা গেছেমিয়ানমার সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে সিএনএন

সিএনএন-এর প্রতিবেদন থেকে জানা যায়, নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেনশনিবার শান প্রদেশের মিউজ শহরে এই ঘটনা ঘটেখোঁজ নিয়ে জানা যায়, শনিবার স্থানীয় সময় সকাল ৫টা ১৫ মিনিটে তাং ন্যাশনাল লিবারেশন আর্মির প্রায় ১০০ জন্য সৈনিক উত্তর মিয়ানমারের চীনা সীমান্তবর্তী শহর মিউজে জমায়েত হয়

খবরে বলা হয়, শনিবার মিউজ শহরে তিন দফা হামলা চালায় টিএনএলএটিএনএলএর মুখপাত্র মাই আইক কিয়াও বার্তা সংস্থা এএফপিকে বলেন, তারা একটি সামরিক পোস্ট ও শহরের বাইরে অবস্থিত একটি ক্যাসিনোতে হামলা চালিয়েছে

এ হামলাটি চালিয়েছে সম্প্রতি কাচিন স্টেটে মিলিটারির দুঃশাসনের প্রতিবাদ হিসেবেসম্প্রতি কাচিনস্টেটে হয়ে যাওয়া সংঘর্ষ বেড়ে যাওয়ায় সেখানকার ৬,৮০০ এর মতো মানুষকে জায়গাটি ছেড়ে চলে যেতে হয়েছিল

উল্লেখ্য, টিএনএলএসহ অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীভিত্তিক বিদ্রোহী দল বহু বছর ধরেই স্বায়ত্তশাসনের জন্য সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করে আসছেঅং সান সুচি ২০১৬ সালে ক্ষমতায় আসার পর বলেছিলেন, মিয়ানমারের ভেতরকার সংঘাত দূর করা তার প্রধান অগ্রাধিকার হিসেবে থাকবেকিন্তু তিনি সামরিক বাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগ করে দেশ পরিচালনা করেনআর সামরিক বাহিনীই এতদিন ধরে বিদ্রোহীদলগুলোর সঙ্গে যুদ্ধ করে আসছে

২০১৭ সালে প্রকাশিত এশিয়া ফাউন্ডেশনের এক প্রতিবেদন অনুসারে, মিয়ানমারে এক তৃতীয়াংশেরও বেশি শহরই দীর্ঘ সময় ধরে সংঘাতে জর্জরিতএই বছরের ফেব্রুয়ারিতে সুচি দুটি সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধ বিরতির চুক্তি করাতে সক্ষম হনক্ষমতা গ্রহণের আগে আরও আটটি সম্প্রদায়ের সঙ্গে এমন চুক্তি সম্পন্ন করেছিলেন তিনি


শেয়ার করুন

0 facebook: