13 May 2018

দুবাইয়ে ঘরে ঘরে সেহরি পৌঁছে দেবে ড্রোন


আন্তর্জাতিক ডেস্কঃ কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাসরমজানে রোজাদারদের ঘরে ঘরে সেহরি পৌঁছে দিতে অত্যাধুনিক ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব অমিরাতের শহর দুবাইখবর উর্দু টক শো

একটি আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, দুবাইয়ের এক বেসরকারি কোম্পানি শহুরে নাগরিকদের ভোর রাতে ঘরে ঘরে  সেহরি পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করবে বলে ঠিক করেছে

৮ ব্যাটারি চালিত এ ড্রোনটি একবারে ১০ কেজি ওজনের খাবার বহন করতে সক্ষমকেনো ড্রোন ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে ওই কোম্পানি জানিয়েছে, দুবাই শহরে স্থানীয় নাগরিকের সংখ্যা একেবারেই কমঅধিকাংশই প্রবাসীযারা বিভিন্ন দেশ থেকে অর্থ উপার্জনের জন্য এখানে বসবাস করেনএদের মধ্যে ভারত, বাংলাদেশে ও পাকিস্তানি মুসলমানের সংখ্যা বেশি

দুবাইতে কাজের চাপের কারণে অনেক প্রবাসী রমজানে খাবার রান্না করার সময় পান নাআবার দূরে গিয়ে খাবার নিয়ে আসাও কঠিনঅনেক সময় খাবার অর্ডার দিয়ে রাখলেও তা সময়মত পৌঁছে নাসব মিলিয়ে নাগরিকদের সুবিধার জন্যেই দ্রুতগামী ওই ড্রোনের ব্যবহার


শেয়ার করুন

0 facebook: