17 May 2018

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বিমান হামলায় ১৫ সন্ত্রাসী নিহত


আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহতে মঙ্গলবার আফগান বিশেষ বাহিনীর বিমান হামলায় অন্তত ১৫ সন্ত্রাসী নিহত হয়েছেবুধবার বিশেষ বাহিনীর কমান্ড একথা জানিয়েছেখবর বার্তা সংস্থা সিনহুয়া

অপারেশনাল কোঅর্ডিনেশন গ্রুপ আফগানিস্তান জানিয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে দেহ ইয়াক-ই-কালান গ্রামে এই হামলা চালানো হয়এতে ১৫ তালেবান সন্ত্রাসী নিহত ও আরো একজন আহত হয়েছে


মঙ্গলবার প্রাদেশিক রাজধানী ফারাহ নগরীতে কয়েকশ তালেবান সমন্বিত হামলা চালিয়ে একটি অংশ দখল করে নেয়তবে সেনারা রাতে পাল্টা হামলা চালিয়ে আবার তা পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছেসিনহুয়া


শেয়ার করুন

0 facebook: