17 May 2018

পবিত্র কাবা শরীফের নিরাপত্তায় ৩০ হাজার সেনা মোতায়েন


আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র রমজান মাস উপলক্ষে পবিত্র কাবা শরীফের নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩০ হাজারের বেশি সদস্য নিয়োজিত থাকবেউমরাহ সিকিউরিটি ফোর্সের কমান্ডার জেনারেল খালিদ কারার আল হারবি এ তথ্য জানিয়েছে

খালিদ কারার আল হারবি বলেন, নিজেদের অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করে ভিড় নিয়ন্ত্রণ করা হবেকোনোভাবেই যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেদিকে কড়া নজরদারি চালিয়ে যাবে

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার বিষয়টি দেখভালের পাশাপাশি ট্রাফিক, রাস্তায় চলাচল স্বাভাবিক রাখা এবং মক্কা মসজিদের বাইরে মুসল্লিদের নিয়ন্ত্রণের কাজ করবেনআমার প্রত্যাশা, নিরাপত্তা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালনের ফলে এবারের পরিস্থিতি মোটামুটি ভালো থাকবেতবে নেতিবাচক কোনো কিছুর আশঙ্কা তৈরি হলে তাৎক্ষণিকভাবে ভিন্ন পদক্ষেপ নেয়া হবে


শেয়ার করুন

0 facebook: