24 May 2018

একটার অন্তত মরা উচিত, মুহূর্তে গুলির শব্দ (ভিডিও সহ)


স্বদেশবার্তা ডেস্কঃ গাড়ির মাথায় সাপের মতো বুকে হেঁটে এগোচ্ছেন এক পুলিশ সদস্যহাতে উঁচিয়ে ধরা স্বয়ংক্রিয় রাইফেলঅস্ত্র তাক করে পজিশন নিয়েছেন তিনিতখনই কেউ বললেন, ‘একটার অন্তত মরা উচিত!মুহূর্তে গুলির শব্দ

তামিলনাড়ুর তুতিকোরিনে স্টারলাইট কপার কারখানা বন্ধের দাবিতে বুধবার পুলিশের গুলি চালানোর এই ভিডিওটি সামনে আসতেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছেএই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস ও হত্যাআখ্যা দিয়েছেন রাহুল গান্ধীজালিয়ানওয়ালা বাগের সঙ্গে এর তুলনা করেছে ডিএমকে

অন্নানগর এলাকায় একটি হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন কমল হাসনতিনি ফিরে যাওয়ার পরেই পুলিশকে নিশানা করে ঢিল ছোড়ে বিক্ষোভকারীরাগুলি চালায় পুলিশআহত হন তিনজনতাদের হাসপাতালে নিয়ে গেলে কালিয়াপ্পন নামে এক যুবককে মৃত ঘোষণা করা হয়এই ঘটনার পরে স্টারলাইট বিতর্কে মৃতের সংখ্যা দাঁড়াল ১২


অন্নানগরের কয়েকটি ভিডিয় পুলিশকে কাঠগড়ায় তুলে দিয়েছেএকটি ভিডিওতে দেখা যাচ্ছে, গুলিবিদ্ধ ২২ বছর বয়সী কালিয়াপ্পন রাস্তায় পড়েমাটি ছেড়ে উঠতে পারছে নাতাকে ঘিরে পুলিশএকবার মাথা তোলার চেষ্টা করে যুবকটিসঙ্গে সঙ্গে পুলিশকর্মীর মন্তব্য, নাটক করবি না

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা


শেয়ার করুন

0 facebook: