24 May 2018

উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক পেছাতে পারেঃ ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের সঙ্গে আগামী মাসের নির্ধারিত বৈঠক পেছাতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মঙ্গলবার কিমের সঙ্গে বৈঠক নিয়ে আলোচনার জন্য হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে স্বাগত জানানোর সময় ট্রাম্প এ কথা বলেন

মুনের সঙ্গে আলোচনার শুরুতেই ট্রাম্প বলেছেন, বৈঠকটি জুনে না হওয়ার সমূহ সম্ভাবনা আছেএটি যদি না হয়, তাহলে বৈঠকের জন্য পরবর্তী সময়ে একটা তারিখ নির্ধারণ করা হতে পারে

আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিম শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে কিন্তু গত সপ্তাহে কিম জং-উন হুমকি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্র প্রকল্প বন্ধ করতে চাপ দিতে থাকলে দুই দেশের পরিকল্পিত বৈঠক বাতিল করা হতে পারে


শেয়ার করুন

0 facebook: