20 July 2019

কুলাউড়ায় একই স্থানে আবারও ট্রেন লাইনচ্যুত


স্বদেশবার্তা ডেস্কঃ গতকাল শুক্রবার যে স্থানে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা লাইনচ্যুত হয়েছিলো সেই জায়গায় আজ (শনিবার) আবার ঢাকাগামী আন্তঃনগর কালনি ট্রেন লাইনচ্যুত হয়েছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একই স্থানে আবারও ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে।

ওইস্থানে গতকাল শুক্রবার (১৯ জুলাই) ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের একটি বগি বিকট শব্দ করে লাইনচ্যুত হয়। পরে কয়েকঘন্টা পরে লাইনচ্যুত হওয়া বগি রেখেই ঢাকা উদ্দেশ্য যাত্রা।

শনিবার (২০ জুলাই) একই জায়গায় সকাল ৯টা ২৫ মিনিটে সময় সিলেট-কুলাউড়া আউটার সিগন্যালের কাছে কালনি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেন চালক ট্রেন না থামিয়ে অল্প গতিতে এগুতে চাইলে লাইনচ্যুত হওয়া বগিটি লাইনে উঠে যায়। সকাল ৯টা থেকে এ নিউজ লেখা অবধি (১১টা) কালনি ট্রেন কুলাউড়া রেলওয়ে স্টেশনে ছিলো।

কুলাউড়া স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন জানান, লাইনচ্যুত বগিটি রেখে প্রায় ২ ঘন্টা পর সকাল ১১টা ৫ মিনিটে আন্ত:নগর কালনি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

উল্লেখ্য, গত ২৩ জুন কুলাউড়ার বরমচাল এলাকায় দুর্ঘটনায় কবলিত হয় ঢাকাগামী আন্ত:নগর ট্রেন উপবন। ঘটনাস্থলেই নিহত হন ৪জন। আহত হয়েছে দুই শতাধিক যাত্রী। এ ঘটনার ১৫ দিনের মাথায় ৭ জুলাই গরুর সাথে ধাক্কা লেগে ঢাকাগামী আন্ত:নগর টেন জয়ন্তিকার ইঞ্জিন বিকল হয় যায়। গত ১৭ জুলাই ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেন কালনি ব্রাহ্মণবাড়িয়া আসার পর ছেড়ে যায় ব্রেকের তার। প্রায় ১ ঘন্টা সময় ক্ষেপণ শেষে বেশি করে তার লাগিয়ে তোড়াতালি দিয়ে সিলেটের উদ্দ্যেশে ছেড়ে যায় ট্রেন।


শেয়ার করুন

0 facebook: