30 May 2018

৪৮ বছর পর আবার তলোয়ার পেল পিপিপি

প্রতিকি ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য তলোয়ার মার্কাকে নির্বাচনী প্রতীক হিসেবে গ্রহণ করেছে দেশটির পিপলস পার্টি বা পিপিপি

১৯৭০ সালে অবিভক্ত পাকিস্তানে জাতীয় নির্বাচনে এ প্রতীক নিয়ে নির্বাচন করেছিল দলটিএরপর নির্বাচন কমিশন প্রতীকটি বাতিল করেপরে দলটি তীর মার্কা নিয়ে নির্বাচন করে আসছে

কিন্তু আসন্ন নির্বাচন উপলক্ষে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এ প্রতীক বরাদ্দ দিয়েছে প্রতীক বরাদ্দের বিষয়টি পাক নির্বাচন কমিশন মঙ্গলবার নিশ্চিত করেছে
এবারের নির্বাচনে ৭০টির বেশি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এসব দলকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে

নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগ প্রথাগতভাবে সিংহ প্রতীক পেয়েছেমুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম-পাকিস্তান পেয়েছে ঘুড়ি মার্কা আর ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই পেয়েছে ব্যাট মার্কা


শেয়ার করুন

0 facebook: