05 June 2018

সৌদি আরবে নারীদের ড্রাইভিং লাইসেন্স দেয়া শুরু


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব তার দেশের নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, সোমবার রাজধানী রিয়াদে ট্রাফিক অধিদপ্তর দশজন নারীকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে। ওই নারীদের এতদিন বিদেশী ড্রাইভিং লাইসেন্স ছিলো, সেটি বদলে সরকার জাতীয় লাইসেন্স দিয়েছে।

এর আগে সৌদি আরবের নারীরা ব্রিটেন, কানাডা ও লেবাননসহ অন্য দেশের লাইসেন্স নিতেন। দেশেও তাদের সংক্ষিপ্ত গাড়ি চালানোর পরীক্ষা দিতে হতো।

আগামী ২৪ জুন থেকে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে সৌদি আরব। সেপ্টেম্বরে এক রাজ ডিক্রিতে এই ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান।

এর আগে দেশটির ট্রাফিক ডিপার্টমেন্টের পরিচালক মুহম্মদ আল বাসামি নিশ্চিত করেছেন নারীদের গাড়ি চালানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। নারীদের গাড়ি চালানো শেখানোর জন্য ছয়টি শহরে পাঁচটি স্কুলকে অনুমতি দেওয়া হয়েছে। অনেক আবেদন অনুমতির অপেক্ষায় রয়েছে।

আল বাসামি আরও জানান, নারীদের জন্য ড্রাইভিং স্কুল এরই মধ্যে চালু হয়েছে। ট্রাফিক ডিপার্টমেন্টের প্রশাসনিক ও সড়কের বিভিন্ন পদে দায়িত্ব পালনের জন্য অনেক নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সৌদি কর্মকর্তা জানান, যেসব নারীর বিদেশি ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা সেটাকে সৌদি আরবের লাইসেন্সে রূপান্তর করতে পারবেন।

সৌদি আরবের বর্তমান ক্রাউন প্রিন্স মুহম্মদ বিন সালমান দায়িত্ব নেয়ার পর থেকেই দেশটিতে বেশ কিছু সংস্কার পরিকল্পনা নেয়া হয়েছে। ইতোমধ্যেই দেশটিতে সিনেমা হল চালু হয়েছে, নারীরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি পেয়েছে।


শেয়ার করুন

0 facebook: