আন্তর্জাতিক
ডেস্কঃ রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার তুরস্কে আর ব্যবসা চালাতে পারবে না
বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোগান। ইস্তাম্বুলের ট্যাক্সি চালকদের
চাপের মুখে এমন ঘোষণা দিলেন তুর্কি প্রেসিডেন্ট।
সাম্প্রতি
তুরস্কে গাড়ির লাইসেন্স প্রক্রিয়া কঠোর করা হয়। নতুন এই প্রক্রিয়ায় বলা হয়, কেউ যদি
লাইসেন্সের প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হয় তাহলে দুই বছরের জন্য নিষিদ্ধ হবেন। ফলে
উবারে রেজিস্টার করা চালকদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছিল।
ইস্তাম্বুলে
এরদোগান বলেন, উবার
নামের একটা ব্যবসা আত্মপ্রকাশ করেছে। এই ব্যবসা এখন শেষ। এটা এখন আর তুরস্কে দেখা যাবে
না। তিনি আরও বলেন, আমাদের
একটি ট্যাক্সি সিস্টেম রয়েছে। সেখানে উবার কোথা থেকে আসে? এটা ইউরোপে
জনপ্রিয় হতে পারে, কিন্তু
আমি থোড়াই কেয়ার করি। আমরা আমাদের বিষয়ে সিদ্ধান্ত নেবো।
উল্লেখ্য, ইস্তাম্বুল
শহরে প্রায় ১৭ হাজার ৪০০ ট্যাক্সি চলাচল করে। কিন্তু ২০১৪ সালে তুরস্কে উবার ব্যবসা
শুরু করার পর উত্তেজনা বৃদ্ধি পায়। সূত্র: রয়টার্স
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: