স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ১২ সেপ্টেম্বর, বুধবার সকাল ১০টা ৫৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
রাজধানী ছাড়া দেশের চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, চাঁদপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জে এবং ফেনীতে একযোগে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪।
এ সময় রাজধানীর বিভিন্ন ভবন থেকে মানুষকে দ্রুত বাইরে নেমে আসতে দেখা যায়। তবে তাৎক্ষণিক ভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ভারতের কলকাতা ও উত্তরবঙ্গে বুধবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে কম্পন অনুভূত হয়েছে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: