15 June 2018

শিডিউল বিপর্যয়ে সব ট্রেন, ঈদযাত্রায় ভোগান্তি


স্বদেশবার্তা ডেস্কঃ ঈদের ঠিক আগের দিনে ট্রেনে শিডিউল বিপর্যয়ের ফাঁদে পড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনকোনো ট্রেনই ঠিক সময়ে স্টেশন ছাড়ছে নাস্টেশনে ভিড়ছেও দেরিতেএতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরানারী ও শিশুদের ভোগান্তির কোনো শেষ নেই

দিনের প্রথম ট্রেন ধূমকেতু সকাল ৬টায় ছাড়ার কথা থাকলেও সকাল সাড়ে ৮টার মধ্যেও কমলাপুরে এসে পৌঁছায়নিখুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে স্টেশন ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে সকাল ৭টা ৪০মিনিটেতিস্তা সকাল সাড়ে ৭টায় স্টেশন ছাড়ার কথা থাকলেও তা ছেড়ে যায় ৮টা ১০ মিনিটেমহানগর প্রভাতী ৭টা ৪৫মিনিট ছাড়ার কথা থাকলেও ছাড়ে সকাল ৮টা ২৮মিনিটেমহুয়া এক্সপ্রেস সকাল ৮টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত স্টেশনেই দাঁড়িয়ে ছিল

সকাল ৮টায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা নীলসাগর এক্সপ্রেসেরকিন্তু নীলসাগর এখনও কমলাপুরে এসে পৌঁছায়নিএখন এ ট্রেনটির ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে দুপুর সাড়ে ১২টায়

নীলসাগর এক্সপ্রেসযোগে চিলাহাটি যাবেন মিতুতিনি বলেন, সকাল ৮টায় ট্রেন ছাড়ার কথা থাকলে এখনও ট্রেন কমলাপুরে আসেনিকখন আসবে জানি নাটিকিট সালেহা বেগম দুই বছর বয়সী শিশুকে নিয়ে আজ গ্রামে যাওয়ার কথা ধুমকেতু ট্রেনযোগেকিন্তু সকাল ৬টায় ছাড়ার কথা থাকলেও এখনও স্টেশনে আসেনিশিশুটি একটু পর পর কান্না করছেতিনি বলেন, ট্রেন না আসায় বিপদে আছিএখানে নেই ভালো কোনো ওয়াশরুম, নেই শিশুদের বিনোদনের ব্যবস্থাএখন ছেলের কান্না থামাবো নাকি অপেক্ষার প্রহর গুনবো

মহানগর প্রভাতীর অ্যাটেন্ডেন্ট ফয়সাল বলেন, লাইন ক্লিয়ার না থাকায় আমাদের ছাড়তে দেরি হচ্ছেলাইন ক্লিয়ার হলেই আমরা ট্রেন ছাড়বো

হাসিবুর নামে মহানগর প্রভাতীর এক যাত্রী বলেন, শুনেছি ঈদযাত্রায় কোনো ট্রেনে শিডিউল বিপর্যয় নেইআজ দেখে বোঝা যাচ্ছে ট্রেনের সার্ভিসআমরা এক প্রকার বিপদে পড়েছি

ট্রেনের শিডিউল বিপর্যয়ের বিষয়ে রেলওয়ের স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তীর সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নিকাটতে ভোগান্তিতে পড়েছিলাম, এবার ট্রেনের অপেক্ষাযাত্রীবোঝাই ট্রেন দেরিতে ছাড়ছে কমলাপুর স্টেশন থেকে

বিষয়ে কমলাপুর স্টেশন মাস্টার মো. সাখাওয়াত জোসেন খান বলেন, ট্রেনে অতিরিক্ত যাত্রী থাকায় ধীরগতিতে চলছেএ কারণে ট্রেন স্টেশনে আসতে ও ছাড়তে একটু দেরি হচ্ছেতাছাড়া ট্রেনের ছাদেও যাত্রীরা উঠছেনতাদের কারণেও ধীরগতিতে চলতে হচ্ছে
দেশের বিভিন্ন রুটে সব মিলিয়ে ৬৯টি ট্রেন ছাড়ার কথা রয়েছে শুক্রবারএর মধ্যে ৩২টি ট্রেন আন্তঃনগর, ৫টি স্পেশাল, বাকিগুলো মেইল ট্রেন


৫টি স্পেশাল ট্রেন সকালে ঢাকা টু মোহনগঞ্জ ও ঢাকা থেকে লালমনিরহাট, রাতে ঢাকা টু রাজশাহী, ঢাকা টু পার্বতীপুর এবং ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে


শেয়ার করুন

0 facebook: