স্বদেশবার্তা ডেস্কঃ ঈদের মৌসুমে রক্তাক্ত কাশ্মীর উপত্যকা। শ্রীনগরে এদিন 'রাইজিং কাশ্মীর' -এর সম্পাদক সুজাত বুখারিকে গুলি করে হত্যা করেছে উগ্রপন্থী হিন্দুরা। শ্রীনগরের প্রেস কলোনিতে এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বুখারিকে হামলার সময়, তাঁর সঙ্গে ছিলেন ২ জন পুলিশ কর্মীও। তৎঘটনায় আহত হয়েছেন একজন পুলিশকর্মী।
শ্রীনগরের প্রেস এনক্লেভের অফিস থেকে বেরিয়ে এদিন একটি ইফতার পার্টিতে যোগ দিতে যাচ্ছিলেন বুখারি। সেই সময় তাঁকে লক্ষ্য করে কয়েকজন উগ্রপন্থী হিন্দু গুলি চালায়। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সুজাত বুখারি। উল্লেখ্য, ২০১০ সাল থেকে তাঁকে হত্যার হুমকি দিয়ে চলেছিল উগ্রপন্থী হিন্দু। সেজন্য বুখারিকে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়। কিন্তু সেই নিরাপত্তার জাল পেরিয়ে এদিন হামলা চালিয়েছে উগ্রপন্থী হিন্দু। কাশ্মীরে রমজানের মরশুমে সীমান্ত গুলিবিনিময় বন্ধ রাখার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছিল তার পক্ষে ছিলেন 'রাইজিং কাশ্মীর' -এর সম্পাদক বুখারি। আর এজন্যই উগ্রপন্থী হিন্দুদের আরও রোষের মুখে পড়েন তিনি।
#SpotVisuals: Terrorists attack editor of Rising Kashmir newspaper Shujaat Bukhari in Press Colony in Srinagar city. Bukhari and his SPO are injured. pic.twitter.com/m9ghQZVctT— ANI (@ANI) June 14, 2018
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
ভারত
0 facebook: