15 June 2018

শ্রীনগরে উগ্রপন্থী হিন্দুদের গুলিতে খুন 'রাইজিং কাশ্মীর'র সম্পাদক সুজাত বুখারি



স্বদেশবার্তা ডেস্কঃ ঈদের মৌসুমে রক্তাক্ত কাশ্মীর উপত্যকা। শ্রীনগরে এদিন 'রাইজিং কাশ্মীর' -এর সম্পাদক সুজাত বুখারিকে গুলি করে হত্যা করেছে উগ্রপন্থী হিন্দুরা। শ্রীনগরের প্রেস কলোনিতে এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বুখারিকে হামলার সময়, তাঁর সঙ্গে ছিলেন ২ জন পুলিশ কর্মীও। তঘটনায় আহত হয়েছেন একজন পুলিশকর্মী।

শ্রীনগরের প্রেস এনক্লেভের অফিস থেকে বেরিয়ে এদিন একটি ইফতার পার্টিতে যোগ দিতে যাচ্ছিলেন বুখারি। সেই সময় তাঁকে লক্ষ্য করে কয়েকজন উগ্রপন্থী হিন্দু গুলি চালায়। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সুজাত বুখারি। উল্লেখ্য, ২০১০ সাল থেকে তাঁকে হত্যার হুমকি দিয়ে চলেছিল উগ্রপন্থী হিন্দু। সেজন্য বুখারিকে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়। কিন্তু সেই নিরাপত্তার জাল পেরিয়ে এদিন হামলা চালিয়েছে উগ্রপন্থী হিন্দু। কাশ্মীরে রমজানের মরশুমে সীমান্ত গুলিবিনিময় বন্ধ রাখার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছিল তার পক্ষে ছিলেন 'রাইজিং কাশ্মীর' -এর সম্পাদক বুখারি। আর এজন্যই উগ্রপন্থী হিন্দুদের আরও রোষের মুখে পড়েন তিনি।

এদিকে, সুজাত মুখারির মৃত্যুতে শোক জ্ঞাপন করেছএন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এই হিংসার কড়া নিন্দা করেছেন তিনি। নিন্দা করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাও। তবে এই খুনের ঘটনার সম্পর্কে পুলিশের বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি।


শেয়ার করুন

0 facebook: