আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ডাম্বোয়া নামক একটি শহরে রোববার দু’টি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছে।
ধারণা করা হচ্ছে সন্ত্রাসী সংগঠণ বোকো হারাম এ আত্মঘাতী বোমা হামলাটি চালিয়েছে। ডাম্বোয়া’র স্থানীয় মিলিশিয় নেতা বাবাকুরা কোলো জানান, সেখানে গত রাতে দু’টি আত্মঘাতী বোমা হামলা ও একটি গ্রেনেড বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছে। ইয়ন নিউজ
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: