23 June 2018

ব্রাজিলের বিজয় উদযাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


স্বদেশবার্তা ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রিয় ফুটবল দল ব্রাজিলের বিজয়ে উৎসব করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মফিজুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মফিজুল হাওড়া গ্রামের আমির হোসেনের ছেলে।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত ১১টার দিকে উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য টুকু ইসলাম জানান, বিশ্বকাপ ফুটবলের শুক্রবার রাতের খেলায় মফিজুলের পছন্দের দল ব্রাজিল কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। এ উপলক্ষে রাতে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ উৎসবের আয়োজন করেন মফিজুল।

তিনি আরও জানান, সেই সাউন্ডবক্সে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধারের পর উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।


শেয়ার করুন

0 facebook: