আন্তর্জাতিক
ডেস্কঃ হিমালয় কন্যার পক্ষ হতে ভারতকে বড়সড় ধাক্কা! দেওয়া হয়েছে। নেপালের মাটিতে
চলতে শুরু করছে চীনা ট্রেন। তিব্বত থেকে আসা এই রেলপথ চালুর বিষয়ে যৌথ স্বাক্ষর করেছে
দুই দেশ। চীনা ও নেপালি সংবাদ মাধ্যমে সেই খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। একাধিক
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি,
ভারতের নাকের ডগায় যেভাবে চীনের ট্রেন ঢুকছে তাতে চিন্তা বাড়বেই
মোদীর।
বিবিসির
প্রতিবেদনে বলা হয়েছে,
নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির চীন সফরে কি ভারতীয় প্রভাব
কাটানোর চেষ্টা চলছে? যদিও
চীনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল
টাইমস’ এর রিপোর্ট,
নেপালি কমিউনিস্ট প্রধানমন্ত্রীর চীন সফরে ভারতের হতাশ হওয়ার কোন
কারণ নেই৷ এতে নেপালের উপর দিল্লির প্রভাব কমবে না। তবে নেপাল-ভারত-চিনের মধ্যে ত্রিপাক্ষিক
সম্পর্ক গড়ে তোলা উচিৎ এমনই উল্লেখ করা হয়৷ যদিও নেপালি সংবাদপত্রে লেখা হয়েছে, সময়
এসেছে এবার ভারতের প্রভাব থেকে বেরিয়ে আসার৷
গত মঙ্গলবার
থেকে চীন সফর শুরু করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি৷ রবিবার পর্যন্ত তার
সফর চলবে৷ বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট পিপলস হলে ওলি দেখা করেন চিনের প্রেসিডেন্ট
লি কেকিয়াংয়ের সঙ্গে৷ তাদের উপস্থিতিতে কাঠমান্ডু ও বেজিংয়ের মধ্যে ২৪টি মৌ স্বাক্ষর
হয়৷ তারমধ্যে সর্বাধিক আলোচিত হল তিব্বত থেকে নেপাল পর্যন্ত রেলপথ চালু৷ চীনের পক্ষ
থেকে নেপালের উন্নয়নের জন্য ১৬ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ দেওয়া হবে।
কূটনৈতিক
মহলের অনেকের ধারণা, ওলির
চীন নীতি ভারতের পক্ষে বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে৷ যদিও দ্বিতীয়বার প্রধানমন্ত্রী
হয়েই দিল্লি এসেছিলেন ওলি৷ সফরে দেশটির প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাত হয়। বলা
হয়, ভারত
ও নেপাল একে অপরের সাহায্যেই এগিয়ে যাবে৷ কিন্তু, নেপাল-চীনের সাথে এমন মধুর সম্পর্ক মোদী
কিভাবে দেখছে সেটাই এখন ভাববার বিষয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
নেপাল
0 facebook: