![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ কোরীয় যুদ্ধে ছয় দশকেরও বেশি সময় আগে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর সদস্যদের পুনর্মিলন করাতে সম্মতি প্রকাশ করেছে দুই কোরিয়া। আগামী ২০ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত পুনর্মিলনী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।
গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার পর্যটন কেন্দ্র মাউন্ট কুমগাংগে এক যৌথ বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ‘ইতিমধ্যেই দুই কোরিয়া থেকে ১০০ জনকে বাছাই করে পুনর্মিলনের সুযোগ দেওয়া হবে।’
এর আগে ২০১৫ সালে অক্টোবরে সর্বশেষ দুই কোরিয়ার বিচ্ছিন্ন কিছু পরিবারের সদস্যদের একে অপরের সঙ্গে দেখা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন ও উত্তরের শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে দুই দফা বৈঠকের ধারাবাহিকতায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারের সদস্যদের একত্রিত করতে আলোচনার পরিকল্পনা অবশেষে বাস্তবায়ন করা হবে।
যুদ্ধের সময় বিচ্ছিন্ন পরিবারগুলোর অনেক সদস্যের বয়স ৮০ পেরিয়ে যাওয়ায় তাদের পুনর্মিলনীকে ‘মানবিক কাজ ও মানবাধিকার হিসেবে দেখে আসছে দক্ষিণ কোরিয়া। এদিকে বিচ্ছিন্ন পরিবারগুলোর সদস্যদের মধ্যে ভিডিও কনফারেন্স ও ডাক যোগাযোগ পুনরায় শুরুরও প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: