23 June 2018

উ. কোরিয়া এখনো ‘বড় হুমকিঃ ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্রের কারণে দেশটি এখনো বড় হুমকিব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়

মাত্র ১০ দিন আগে ১৩ জুন ট্রাম্প দাবি করেছিলেন, উত্তর কোরিয়ার কাছ থেকে কোনো পারমাণবিক হুমকি নেইসিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পর এক টুইটে এই মন্তব্য করেছিলেন ট্রাম্পকিন্তু এখন তিনি বলছেন উত্তর কোরিয়া এখনো বড় ধরনের হুমকি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে দুটি সামরিক মহড়া স্থগিত করার পর ট্রাম্প এই হুমকির কথা সামনে আনলেনযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দাবি, কূটনৈতিক সমঝোতাকে সমর্থন জানাতেই মহড়া স্থগিত করা হয়েছেএর আগে চলতি সপ্তাহে উভয় দেশের আরেকটি বড় ধরনের মহড়া স্থগিত করা হয়েছিল

প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সাল থেকেই উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র জরুরি অবস্থা জারি রেখেছেএরপর থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা এই অবস্থা নিয়মিত জারি এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে গেছেন

গতকাল শুক্রবার ট্রাম্প এই জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়িয়েছেনযুক্তরাষ্ট্রের কংগ্রেসকে এক নোটিশে ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার সরকারের পদক্ষেপ ও ঝুঁকিপূর্ণ অস্ত্রের কারণে দেশটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি

এর আগে গত ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক এক বৈঠকের পর দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়সেই চুক্তির বিষয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোরীয় উপদ্বীপে উষ্কানিমূলক যুদ্ধ যুদ্ধ খেলাবন্ধের ঘোষণা দিয়ে চমক দেন ট্রাম্পতিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাদের দেশে ফিরিয়ে নিতে চান তিনিআগে এই সামরিক মহড়া সমর্থন করলেও ট্রাম্প এখন সেদিন একে উষ্কানিকমূলকআখ্যা দেন

যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির নেতারা হোয়াইট হাউসের এই অবস্থানকে সাংঘর্ষিক বলে দাবি করছেন


শেয়ার করুন

0 facebook: