![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামিক
স্টেটের (আইএস) সন্দেহভাজন ১৪ জন নতুন সদস্যকে আটক করেছে তুরস্ক। সন্দেহভাজন এই সন্ত্রাসীরা
দেশটির আসন্ন নির্বাচনে হামলার পরিকল্পনা করছিল বলে দেশটির নিরাপত্তা সূত্র
জানিয়েছে।
দেশটির
রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাম্প্রতিক
বছরগুলোতে তুরস্কে বেড়েছে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসীদের প্রভাব। গত কয়েক বছরে দেশটিতে বেশকিছু
হামলা পরিচালনা করেছে আইএস।
২০১৭ সালে নতুন
বছর উদযাপন উৎসবের দিনে একটি নৈশ ক্লাবের হামলায় বহু মানুষ হতাহত হয়। রবিবার তুরস্কের জনগণ প্রেসিডেন্ট
এবং সংসদ নির্বাচনে ভোট দেবেন, তার কয়েকদিন আগে নতুন করে হামলা হয়।
শুক্রবার সকালে
তুরস্কের রাজধানী আঙ্কারায় পরপর কয়েকটি অতর্কিত অভিযান চালিয়ে ১৪ জন বিদেশি
নাগরিককে আটক করা হয়েছে। তবে ওই অভিযানে কি ধরনের জিনিষ বা উপাদান আটক করা হয়েছে তা তাৎক্ষণিক ভাবে
জানা যায়নি।
জার্মানিতে
আশ্রয় চেয়েছে প্রায় ৩০০ তুর্কি কূটনীতিক
তুরস্কে ২০১৬ সালের
ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত প্রায় ৩০০ তুর্কি কূটনীতিক
জার্মানির কাছে রাজনৈতিক আশ্রয়ে চেয়েছে বলে খবর পাওয়া গেছে।
![]() |
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, আশ্রয় প্রার্থীদের মধ্যে
তুরস্কের কূটনৈতিক পদমর্যাদার অথবা পদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী
ব্যক্তিরা রয়েছেন। তাদের স্ত্রী ও সন্তানসহ আশ্রয় প্রার্থীদের সংখ্যা ১,১৭৭ জন বলে ওই মন্ত্রণালয়
জানিয়েছে।
২০১৬ সালের ওই
অভ্যুত্থান প্রচেষ্টার পর বেশ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে জার্মানি ও তুরস্কের
সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়। ব্যর্থ অভ্যুত্থানের পর তুর্কি সরকার দেশে যে ব্যাপক দমন অভিযান চালায় বার্লিন
তার তীব্র সমালোচনা করে। এ ছাড়া, তুরস্ক সরকার দেশটিতে অবস্থানকারী বেশ কয়েকজন জার্মান নাগরিককে আটক করে।
আঙ্কারা অভিযোগ
করছে, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সরকারের বিরোধী ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা
দিচ্ছে জার্মানি।
![]() |
২০১৬ সালের জুলাই মাসে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থান হয়। ওই ঘটনার জের ধরে ব্যাপক দমন
অভিযান চালায় এরদোগান সরকার। দেশব্যাপী হাজার হাজার মানুষকে গ্রেফতার করার পাশাপাশি সেনাবাহিনী, বেসামরিক প্রশাসন ও গণমাধ্যমে
কর্মরত অন্তত দেড় লাখ মানুষকে চাকুরিচ্যুত করা হয়।
সামরিক
অভ্যুত্থানে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নামে এ অভিযান
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: