25 June 2018

লেবু বিক্রেতা থেকে যেভাবে মহানায়ক সুলতান এরদোয়ান


আন্তর্জাতিক ডেস্কঃ রজব তৈয়ব এরদোয়ান এক সময় রাস্তায় রুটি ও লেবু বিক্রি করতেনতিনি এখন আধুনিক তুরস্কের সবচেয়ে শক্তিশালী নেতাসমর্থকরা তাকে দেশের রক্ষাকর্তা হিসেবে দেখে থাকেন

ধর্মপরায়ণ তবে ক্যারিশমেটিক এরদোয়ান তুরস্কের ২৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ১৫ বছরের ক্ষমতাকে আরো সম্প্রসারিত করলেন

এর ফলে তিনি হলেন দেশটির প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের পর সবচেয়ে দীর্ঘস্থায়ী ও ক্ষমতাধর শাসক

সুলতানহিসেবে খ্যাত এরদোয়ানকে ইতোপূর্বে গাজী পার্কে কয়েক মাসের বিক্ষোভ সহ্য করতে হয়েছেতবে এক দেড় দশকে তুরস্কের নজিরবিহীন প্রবৃদ্ধির জন্য বিশ্বব্যাপী নন্দিত তিনি

গত বছর তিনি বলেছিলেন, ‘আমি একনায়ক নই, এটা আমার রক্তে নেই

তুরস্কের গ্রামীণ জনগোষ্ঠী এবং ধর্মপরায়ণ ব্যবসায়ীদের মধ্যে তার সুদৃঢ় সমর্থন রয়েছে, যারা তার শাসনে উন্নতি লাভ করেছেন

দা ওয়াশিংটন ইন্সটিটিউটের তুরস্ক বিষয়ক গবেষক সোনার ক্যাগাপ্তে বলেন, এরদোগানের অর্থনৈতিক রেকর্ড এবং কর্তৃত্ববাদী মজলুম হিসেবে তার ইমেজই তাকে প্রেসিডেন্ট পদে জয় এনে দেয়

তুরস্কে বিগত কয়েক দশকের ঘনঘন সামরিক অভ্যুত্থান এবং দুর্বল জোট সরকারের পর স্থিতিশীল সরকার উপহার দেয়ার জন্য এরদোগানের প্রশংসা করা হয়

তিনি শক্তিশালী সামরিক বাহিনীর লাগাম টেনে ধরেছেননতুন ব্রিজ, বিমানবন্দর অন্যান্য বৃহৎ প্রকল্পের মাধ্যমে তিনি এক সময়ের তলাবিহীন তুরস্ককে শক্তিশালী বাজারে পরিণত করেছেনতার শাসনামলে সাধারণ তুর্কিদের আয় তিনগুণ বেড়েছেমূল্যস্ফীতির লাগাম টেনে ধরেছেন তিনি

নতুন একটি প্রকল্প হাতে নিয়েছেন এরদোয়ানইস্তাম্বুলের গাজী পার্কের উপরে অটোমান যুগের আদলে শপিং মল তৈরি করা হচ্ছে

কয়েদি থেকে ক্ষমতায়

ইস্তাম্বুলের পার্শ্ববর্তী কাসিমপাশায় জন্ম নেয়া এরদোগানের বাবা ছিলেন একজন কোস্টগার্ড কর্মকর্তা

কিশোর বয়সে রাস্তায় রুটি এবং লেবু বিক্রি করতেন এরদোয়ান

তরুণ বয়সে ইসলামিক ইয়ুথ সংগঠনে যোগদান করেন তিনিএ সংগঠনটি তুরস্কের কট্টর সেক্যুলার নীতির বিরোধিতা করেতুরস্কের ক্ষমতাধর জেনারেলরা মসজিদ ও রাষ্ট্রের মধ্যে বিশাল ব্যবধান তৈরি করে

এক সময়ে আধা পেশাদার হিসেবে ফুটবল খেলোয়াড় এবং ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রিধারী এরদোয়ান ১৯৯৪ সালে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হনএ সময় তিনি দেড় কোটি লোকের এ শহরটির ট্রাফিক জাম এবং বায়ু দূষণ রোধে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেন

যখন তার ইসলামঘেঁষা দলকে নিষিদ্ধ করা হয় তখন বিক্ষোভ সমাবেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়তিনি এ সময় একটি ইসলামী কবিতা পাঠ করেন

সেই কবিতাটি ছিল এরকম- মসজিদ আমাদের ব্যারাক, গম্বুজ আমাদের হেলমেট, মিনার আমাদের বেয়নেট এবং ঈমানদাররা আমাদের সৈনিক

এই কবিতার মধ্যে ধর্মীয় উসকানির গন্ধ পায় সেক্যুলার শাসকরা

তবে এরদোগান বারবারই এ কবিতা আবৃত্তি করেন

২০০১ সালে এরদোয়ান এবং তার সহযোগী এবং সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল ইসলামঘেঁষা জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) গঠন করেনপরের বছরের নির্বাচনে দলটি ভূমিধস বিজয় অর্জন করেএরপর আরো দুটি সংসদ নির্বাচনেও জয় পায় একেপি

দেশবাসী বিশাল বিশাল নির্বাচনী প্রচারাভিযানে তিনি বিরামহীন অংশ নেনঅসুস্থতাও তাকে থামাতে পারে নানির্বাচনী প্রচারণার মাঝেই হয়তো স্থানীয় কোনো ফুটবল খেলায় মেতে ওঠেন তিনি

তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করতে দেশে ব্যাপক সংস্কার করা হয়েছেতবে ইউরোপীয় ইউনিয়ন মুসলিম রাষ্ট্র তুরস্ককে সদস্যপদ দিতে গড়িমসি করায় ক্ষুব্ধ এরদোয়ান বলেন, ইইউর সদস্যপদের জন্য তুরস্ক অনাদিকাল অপেক্ষা করবে না

সাম্প্রতিক সময়ে এরদোয়ান তুরস্কে সেক্যুলারদের প্রবর্তিত হিজাবের ওপর নিয়ন্ত্রণ শিথিল করেছেনমদ বিক্রিতে কড়াকড়ি আরোপ করেছেন তিনিসরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছেলেমেয়েদের সহ-অবস্থান নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছেন তিনি

এরদোয়ান বলেছেন, ‘আমি বিশ্বাস করি না যে ইসলামিক সংস্কৃতি এবং গণতন্ত্র একত্রে চলতে পারে না

তুর্কি নির্বাচনে তরুণ ভোটাররাই প্রধান ফ্যাক্টর হিসেবে কাজ করে

তুরস্কের ইজিয়ান উপকূলের ইজমির বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাফেতে হিজাব পরিহিত একদল ছাত্র-ছাত্রী খোশগল্প করছিলেন এবং চূড়ান্ত পরীক্ষার আগে শিক্ষকের লেকচার নোটগুলি দেখে নিচ্ছিলেন

১৫ বছর আগে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ক্ষমতায় আসার আগে এই দৃশ্যটি অকল্পনীয় ছিলতুরস্কের পুরোনো ধর্মনিরপেক্ষ নিয়ম অনুযায়ী ক্যাম্পাসে হিজাব নিষিদ্ধ করা হয়েছিল

তুরস্কের অনেক শহরের মতো ইজমিরও এরদোগানের অর্থনৈতিক সমৃদ্ধির দ্বারা দৃশ্যত রূপান্তরিত হয়েছেশহরের রাস্তাগুলোতে ইউরোপীয়-নির্মিত বিলাসবহুল সেডানগাড়ির পাশাপাশি রাস্তাগুলোর পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বহুতল অফিস ভবন

রবিবারের নির্বাচনে পুনরায় বিজয়ী হওয়ার পেছনে এসব অর্জনও ফ্যাক্টর হিসেবে কাজ করে

এরদোয়ান কেন এত জনপ্রিয়


আরো এক মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রজব তাইয়েব এরদোয়ানরোববারের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন তিনিএকই দিন অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তার দলদীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান প্রেসিডেন্সির সাথে এবার পেতে যাচ্ছেন নির্বাহী ক্ষমতাও


নির্বাচনে জয় নিয়ে যদি আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতা থাকততবে রজব তাইয়েব এরদোয়ান বিশ্বের অবিসংবাদিতঅপরাজিত ও হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি পেতেন

গত বছর তুরস্কের গণভোটে এরদোয়ানের বিজয়ের পর বার্তা সংস্থা এএফপি তাদের এক রিপোর্টে এভাবেই মূল্যায়ন করেছেন তুর্কি প্রেসিডেন্টকে

গত দেড় দশকে ১৪টি নির্বাচনে অংশ নিয়েছেন এরদোয়ান প্রতিটিতেই জয় পেয়েছেন এর মধ্যে ৬টি পার্লামেন্ট নির্বাচন৩টি গণভোট৩টি স্থানীয় নির্বাচন ও দুটি প্রেসিডেন্ট নির্বাচন

শুধু তুরস্ক নয়বর্তমান বিশ্ব রাজনীতিতেই সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন এরদোয়ান দেশের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বের মুসলিমদের মাঝেও তিনি অসম্ভব জনপ্রিয় এর কারণ এক সময়ের খুড়িয়ে খুড়িয়ে চলা তুরস্ককে তিনি পাল্টে দিয়েছেন নিজ হাতে

কামাল আতাতুর্ক দেশটিতে সেক্যুলারিজমের নামে ইসলাম চর্চার ওপর চরম আঘাত হেনেছিলেনকিন্তু এরদোয়ান মানুষকে দিয়েছেন ধর্ম পালনের অবাধ স্বাধীনতা পাশাপাশি বিশ্ব রাজনীতিতেও মুসলিম রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্ব করছেন উচ্চকণ্ঠে জোরালো ভুমিকা রাখছেন সকল আন্তর্জাতিক ইস্যুতে

১৯৫৪ সালে ইস্তাম্বুলের কাশিমপাশায় জন্ম নেয়া এরদোয়ান ছোটবেলা থেকেই ছিলেন বাস্তবমুখী মানসিকতার বাবা ছিলেন তুর্কি কোস্টগার্ডের ক্যাপ্টেন

পরিবারে স্বচ্ছলতা থাকলেও তরুণ এরদোয়ান নিজের খরচ চালানোর জন্য লেবুর শরবত ও তিলের রুটি বিক্রি করেন মারমারা ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসনে পড়ার সময় ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হন

যোগ দেন কমিউনিজম বিরোধী ন্যাশনাল টার্কিস স্টুডেন্ট ইউনিয়নে ফুটবলও খেলতেন স্থানীয় একটি নামকরা ক্লাবে ছাত্রজীবন শেষে যোগ দেন নাজিমউদ্দিন আরবাকানের ন্যাশনাল স্যালভেশন পার্টির যুব সংগঠনে

১৯৮০ সালে সামরিক অভ্যুত্থানের পর দলটি বিলুপ্ত করা হলে আরবাকানের নতুন দল ওয়েলফেয়ার পার্টির সাথে যুক্ত হন এই দল থেকেই ১৯৯৪ সালে নির্বাচিত হন ইস্তাম্বুলের মেয়র

বিশৃঙ্খল আর অনুন্নত ইস্তাম্বুলকে আমূল পাল্টে দেন তিনি কয়েক বছরের মধ্যে ইউরোপের বড় শহরগুলোর সাথে পাল্লা দিতে শুরু করে ইস্তাম্বুল হু হু করে বাড়তে থাকে এরদোয়ানের জনপ্রিয়তা যা তাকে শেষ পর্যন্ত নিয়ে এসেছে দেশের সর্বোচ্চ পদে

১৯৯৮ সালে সেক্যুলার সরকার ওয়েলফেয়ার পার্টি নিষিদ্ধ করলে বিক্ষোভে অংশ নেন এরদোয়ান বিক্ষোভে একটি কবিতা আবৃত্তির কারণে তার ওপর ক্ষুব্ধ হয় সরকার

কবিতাটি ছিলো, ‘মসজিদ আমাদের ক্যান্টনমেন্টগম্বুজ আমাদের হেলমেটমিনার আমাদের বেয়নেট আর বিশ্বাসীরা আমাদের সৈনিক’ কয়েক মাস জেল খাটতে হয় তাকেসেই সাথে পড়তে হয় রাজনৈতিক নিষেধাজ্ঞার কবলে

কেড়ে নেয়া হয় মেয়র পদও ২০০১ সালে আবদুল্লাহ গুলসহ কয়েকজন নেতাকে নিয়ে প্রতিষ্ঠা করেন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি সংক্ষেপে যা একে পার্টি নামে পরিচিত ২০০২ সালে প্রথম পার্লামেন্ট নির্বাচনে অংশ নিয়েই জয়লাভ করে দলটি

মূলত এরদোয়ানের সুনাম আর জাদুকরী নেতৃত্বই ছিলো দলটির প্রধান পুঁজি রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে এমপি ও প্রধানমন্ত্রী হতে পারেননি তিনি

২০০৩ সালে এক উপনির্বাচনে অংশ নিয়ে পার্লামেন্টে আসেন এবং প্রধানমন্ত্রী হন এরপর ২০০৭ ও ২০১১ সালের নির্বাচনেও জয় লাভ করে দলটি তুরস্কের ইতিহাসে প্রথম নেতা হিসেবে তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করে শপথ নেন তুরস্কের ১২তম প্রেসিডেন্ট হিসেবে

ইস্তাম্বুলের মেয়র হিসেবে তার প্রতি জনগনের যে আস্থা তৈরি হয়েছিলো তা ক্রমেই বেড়েছে জনগনের ভালোবাসার প্রতিদান দিতেও দেরি করেননি এই নেতা ১৬ বছরের দেশ শাসনে তুরস্ককে তৈরি করেছেন আধুনিক বিশ্বের উন্নত রাষ্ট্র হিসেবে একে পার্টি ক্ষমতায় আসার আগে ঋণে জর্জরিত ছিলো তুরস্কের অর্থনীতি

কূটনৈতিক ও সামরিকভাবেও নির্ভরশীল ছিলো পশ্চিমাদের ওপর শুধু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের(আইএমএফ) কাছেই তুরস্কের ঋণ ছিলো ২ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার ক্রমান্নয়ে সব ঋণ শোধ করে ২০১২ সালে এরদোয়ান ঘোষণা দেন- এবার আইএমএফ চাইলে তুরস্কের কাছ থেকে ঋণ নিতে পারে

২০০২ সালে যে দেশটির কেন্দ্রিয় ব্যাংকের রিজার্ভ ছিলো ২ হাজার ৬৫০ কোটি ডলার২০১১ সালে তাই দাড়িয়েছে ৯ হাজার ২২০ কোটি ডলারে

তুর্কি নাগরিকদের জীবনযাত্রার মান অনেকগুণ উন্নতি হয়েছে তার সময়ে শুধু অর্থনীতিই নয় প্রতিটি সেক্টরের রীতিমতো বিপ্লব করেছেন এরদোয়ান

প্রতিটি প্রদেশে কমপক্ষে একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এয়ারপোর্টের সংখ্যা ২৬ থেকে নিয়ে গেছেন ৫০-এ ধর্ম পালনে যে নিষেধাজ্ঞা ছিলো অতীতে তা ধীরে ধীরে তুলে দিয়েছেন অবাধ স্বাধীনতা দিয়েছেন ধর্ম পালনের

পাশাপাশি মুসলিম কৃষ্টি-সংস্কৃতি সংরক্ষণে নিয়েছেন কার্যকরী উদ্যোগ তবে এসব বিষয়ে কোন তাড়াহুড়ো করেননি তিনি তাল মিলিয়ে চলেছেন ইউরোপীয় সমাজ ব্যবস্থার সাথেও

তুরস্ক সফরকালে বারাক ওবামা বলেছিলেন, ‘একজন নেতা কিভাবে একই সাথে ইসলামিকগণতান্ত্রিক ও সহিষ্ণু হতে পারেতার উৎকৃষ্ট উদাহরণ এরদোয়ান’ আর এমন রাষ্ট্রনেতার প্রতি জনগনের আস্থা না থাকার কী কারণ থাকতে পারে!

৬৪ বছর বয়সী এরদোয়ানের জনপ্রিয়তা কতখানি তার প্রমাণ বিশ্ববাসী দেখেছে ২০১৫ সালের ১৫ জুলাই সেনাঅভ্যুত্থান চেষ্টার সময় শুধুমাত্র তার একটি একটি ভিডিও বার্তার ডাকে সাড়া দিয়ে ট্যাঙ্ককামানের সামনে রুখে দাড়িয়েছে নিরস্ত্র জনতা রাষ্ট্রনেতাকে কতখানি ভালোবাসলে ট্যাঙ্কের পথ রোধ করতে রাস্তায় শুয়ে পড়ে মানুষ!

তবে হঠাৎ করে এই জনপ্রিয়তা আসেনি সুশাসনসমৃদ্ধি আর স্বনির্ভরতার স্বাদ যখন পেতে শুরু করেছে তুর্কিরা- তখনই এরদোয়ানের প্রতি বেড়েছে তাদের আস্থা দীর্ঘদিন পশ্চিমা দেশগুলোকে ধর্ণা দেয়ার নীতিতে চলেছে তুরস্ক

কিন্তু এই নীতি পাল্টে জাতিকে মাথা তুলে দাড়াতে শিখিয়েছেন তিনি ইউরোপ-আমেরিকার চোখে চোখ রেখেও যে কথা বলা যায় সেটি বিশ্বাস করতে শিখিয়েছেন মানুষকে

পশ্চিমা বিশ্বের প্রবল আপত্তির মুখেও গণভোটে জিতে সংবিধান পাল্টে গ্রহণ করেছেন নির্বাহী ক্ষমতা অর্থনীতিকূটনীতির মতো সামরিক শক্তিতেও অনেক এগিয়েছে তুরস্ক

২০১৫ সালে তুর্কি আকাশ সীমায় প্রবেশ করার মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে ধ্বংস করা হয় রাশিয়ার যুদ্ধ বিমান যা অসীম সাহসিকাতরই এক নজির

ধীরে ধীরে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করেছেন এরদোয়ান নেতৃত্বহীন মুসলিম বিশ্বকে এগিয়ে নিতে কাজ করছেন প্রতিনিয়ত রোহিঙ্গা ইস্যুতে মুসলিম দেশগুলোর মধ্যে সবার আগে ও সবচেয়ে বেশি সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে দাড়িয়েছে তুরস্ক

জেরুসালেম ইস্যুতে ওআইসির চেয়ারম্যান এরদোয়ান জরুরী সম্মেলন ডেকে পূর্ব জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করেছেন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে চালিয়েছেন ব্যাপক কূটনৈতিক তৎরতা

কাতার সঙ্কটেও মধ্যস্ততার উদ্যোগ নিয়েছেন সব কিছু মিলিয়ে তুরস্ক ও নেতৃত্ব দুটো বিষয়কেই বিশ্বের সামনে রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন এরদোয়ান


শেয়ার করুন

0 facebook: