![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ কনেপক্ষের কাছে যৌতুক দাবি করেছেন এক বর। ভরি ভরি গহনা, টাকা পয়সা কিংবা ঘরভর্তি আসবাবপত্র নয়। এই পাত্র কি না চেয়ে বসলেন এক হাজার একটি চারাগাছ ! কথা শুনে প্রথমটা হকচকিয়ে গেল পাত্রীপক্ষ। তবে পরে সামলে নিয়ে খুশি মনে পাত্রের দাবি মেনে নেন।
গতকাল শনিবার ভারতের উড়িষ্যা রাজ্যের কেন্দ্রাপাড়ায় এমনই এক পরিবেশবান্ধব বিয়ে হয়।
পাত্র সরোজকান্ত বিশওয়াল পাত্রী রাশিরেখার সঙ্গে এক সাদামাটা আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
বিয়ের অনুষ্ঠানে ৩৩ বছর বয়সী এই স্কুল শিক্ষকের হাতে গাছের চারাগুলো তুলে দেন পাত্রীর বাবা।
এর মধ্যে ছিল-শাল, সেগুন, মেহগনি, আম, জাম, কাঁঠালসহ হরেক প্রজাতির গাছের চারা।
সরোজকান্ত বিশওয়াল বলেন, ‘আমি ছোটবেলা থেকেই একজন পরিবেশপ্রেমিক। তাই আমার বিয়েতে আমি পরিবেশ বাঁচাতে গাছের চারা নেওয়ার শর্ত দিয়েছিলাম।’
জানা যায়, গতকাল এই অভিনব বিয়ের অনুষ্ঠানে ছিল না কোনো ধুমধাম। ছিল না অনর্থক খরচের বাহার। ছিল না কোনো ব্যান্ডপার্টিও। এমনকি পরিবেশ দূষণ রুখতে বিয়েতে পোড়ানো হয়নি বাজি। তবে একেবারে সাদামাটা এই অনুষ্ঠানে কোথাও আনন্দের কোনো কমতি ছিল না।
খবর বিভাগঃ
অন্যান্য সংবাদ
আন্তর্জাতিক
0 facebook: