26 June 2018

যৌতুক হিসেবে গাছ চাইলেন হিন্দু বর


আন্তর্জাতিক ডেস্কঃ কনেপক্ষের কাছে যৌতুক দাবি করেছেন এক বরভরি ভরি গহনা, টাকা পয়সা কিংবা ঘরভর্তি আসবাবপত্র নয়এই পাত্র কি না চেয়ে বসলেন এক হাজার একটি চারাগাছ !  কথা শুনে প্রথমটা হকচকিয়ে গেল পাত্রীপক্ষতবে পরে সামলে নিয়ে খুশি মনে পাত্রের দাবি মেনে নেন

গতকাল শনিবার ভারতের উড়িষ্যা রাজ্যের কেন্দ্রাপাড়ায় এমনই এক পরিবেশবান্ধব বিয়ে হয়

পাত্র সরোজকান্ত বিশওয়াল পাত্রী রাশিরেখার সঙ্গে এক সাদামাটা আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন

বিয়ের অনুষ্ঠানে ৩৩ বছর বয়সী এই স্কুল শিক্ষকের হাতে গাছের চারাগুলো তুলে দেন পাত্রীর বাবা

এর মধ্যে ছিল-শাল, সেগুন, মেহগনি, আম, জাম, কাঁঠালসহ হরেক প্রজাতির গাছের চারা

সরোজকান্ত বিশওয়াল বলেন, ‘আমি ছোটবেলা থেকেই একজন পরিবেশপ্রেমিকতাই আমার বিয়েতে আমি পরিবেশ বাঁচাতে গাছের চারা নেওয়ার শর্ত দিয়েছিলাম

জানা যায়, গতকাল এই অভিনব বিয়ের অনুষ্ঠানে ছিল না কোনো ধুমধামছিল না অনর্থক খরচের বাহারছিল না কোনো ব্যান্ডপার্টিওএমনকি পরিবেশ দূষণ রুখতে বিয়েতে পোড়ানো হয়নি বাজিতবে একেবারে সাদামাটা এই অনুষ্ঠানে কোথাও আনন্দের কোনো কমতি ছিল না


শেয়ার করুন

0 facebook: