26 June 2018

‘ড্রাইভিং লাইসেন্স’ চাচ্ছেন ১ লাখ ২০ হাজার সৌদি নারী


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের নারীরা গত রোববার থেকে গাড়ি চালানোর অনুমতি পানআর গাড়ি চালানোর লাইসেন্সের জন্য আবেদন করেছেন এক লাখ ২০ হাজার সৌদি নারী

গত রোববার সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর আল-তুর্কি এই তথ্য জানানএ সময় দেশটির ট্রাফিক বিভাগের পরিচালক মেজর জেনারেল মুহাম্মদ আল-বাসসামি উপস্থিত ছিলেন

সংবাদ সম্মেলনে জানানো হয়, নারীদের গাড়ি চালানো তদারকি করতে মোট ৪০ জনের একটি নারী পরিদর্শক দল আগামী সপ্তাহ থেকে দায়িত্ব পালন শুরু করবেন

জেনারেল মানসুর আল-তুর্কি বলেন, ‘নারীদের গাড়ি চালনা প্রশিক্ষণ দেওয়ার জন্য পাঁচ শহরের মোট ছয়টি ড্রাইভিং স্কুল খোলা হয়েছেযদিও ড্রাইভিং স্কুল নেই এমন রাজ্যের সংখ্যা নয়টিএসব স্কুলে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে, যা নারী-পুরুষ সবার জন্য প্রযোজ্য হবেসবাইকে আইন মেনে চলতে হবেরাস্তায় কেউ আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

ট্রাফিক বিভাগের পরিচালক মেজর জেনারেল বাসসামি বলেন, ‘গৃহকর্মীরাও গাড়ি চালাতে পারবে, তবে ভিসার ধরন নিয়ে তাদের সমস্যা হবেনারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার পর এখন পর্যন্ত কোনো ট্রাফিক আইন ভঙ্গ বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি

বাসসামি বলেন, ‘নারীদের বিশেষ পার্কিং সুবিধার জন্য এখনো কোনো নীতি গ্রহণ করা হয়নি, বিশেষ পার্কিং সুবিধা বিশেষ ব্যক্তিদের জন্য প্রযোজ্যআঙ্গুলের ছাপ পরীক্ষার যন্ত্রের সাহায্যে নারীদের পরিচয় ও যাবতীয় তথ্য জানা যাবে

চলতি মাসের শুরু থেকে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া শুরু হয়মনে করা হচ্ছে দেশটিতে ৬০ লাখ নারী লাইসেন্সের জন্য আবেদন করতে পারে


শেয়ার করুন

0 facebook: