29 June 2018

কোনো মেয়ে যেন সৌদিতে না যান, দেশে ভিক্ষা করা অনেক ভালো

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ বাংলাদেশ থেকে সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে যাওয়া আরও ২৩ নারী দেশে ফিরেছেন

গতকাল বৃহস্পতিবার বিকালে তারা দেশে ফেরেনএ নিয়ে গত এক সপ্তাহে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১২০ জন নারী শ্রমিক

ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, বিকাল ৪টায় বিজি-৪০ এয়ারক্রাফটে করে তারা দেশে ফিরেছেনফিরে আসা নারী গৃহকর্মীরা জানিয়েছেন, সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা আর নির্মম নির্যাতনের শিকার হন তারানির্যাতন থেকে বাঁচতে তারা সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে অবস্থান নেনসেখান থেকে তারা দেশে ফেরেন

দেশে ফিরে নির্যাতনের স্মৃতিচারণ করেন ময়মনসিংহের রহিমা আক্তার (ছদ্মনাম)তার বয়স ১৬ বছর

নির্মম নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, কোনো মেয়ে যেন আর সৌদি আরবে না যানদেশে ভিক্ষা করে খাওয়া অনেক ভালোরিক্রুটিং এজেন্সি চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবে গৃহকর্মীর কাজে পাঠানকিন্তু নিয়োগকর্তার নির্মম নির্যাতনের শিকার হয়ে আশ্রয় নেয় বাংলাদেশ দূতাবাসের সেফ হোমেসেখান থেকে বৃহস্পতিবার ২৩ জনের সঙ্গে তিনিও দেশে ফেরেন

রহিমার সঙ্গে দেশে ফেরা অন্যান্য নারীরাও সৌদি আরবে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছেনতারা বাধ্য হয়ে দেশে ফিরে এসেছেন


শেয়ার করুন

0 facebook: