![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি স্থানীয় পত্রিকা অফিসে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে রাজধানীর অ্যানি আরুন্ডেল এলাকায় এ ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী অ্যানাপোলিসের ‘ক্যাপিটাল গেজেট’ নামে ওই পত্রিকা অফিসে এক বন্দুকধারী হামলা করে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আক্রমণকারী সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বন্দুক হামলার সময়ে সেখানে থাকা পত্রিকাটির অপরাধ বিষয়ক রিপোর্টার ফিল ডেভিস টুইটে জানান,কাঁচের দরজার ভেতর দিয়ে বন্দুকধারী বেশ কয়েকজন কর্মীর ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
ম্যারিল্যান্ড পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট রায়ানের বরাত দিয়ে এএফপি জানায়, হামলাকারীর কোনো সঙ্গী কিংবা সাহায্যকারী ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। চারতলা ওই ভবনে কোনো বোমা রাখা হয়েছে কি না তাও খুঁজে দেখা হচ্ছে।
এ ঘটনায় এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: