06 July 2018

দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশি বাধায় কয়েক স্থানে পণ্ডঃ আটক ১০


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাইকোর্টের দেয়া জামিন স্থগিতাদেশের প্রতিবাদ ও কারামুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায়- উপজেলায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপিএসময় বিভিন্ন স্থানে সমাবেশ পুলিশের বাধায় পন্ড হয়কোথাও মিছিলের ব্যানার কেড়ে নিয়েছে পুলিশআটক করা হয় ১০ নেতাকর্মীকে

চট্টগ্রাম ব্যুরো জানায়, সরকারের নির্দেশেই জামিন স্থগিত করা হয়েছে অভিযোগ করে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসা ও জিঘাংসার শিকারতিনি নগরীর নাসিমনভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদে মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেনসমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কও, আবু সুফিয়ান, মোঃ মিয়া ভোলা, হাজী মোঃ আলী, হারুন জামান, সৈয়দ আহামদ, কামাল উদ্দিন, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, জাহিদুল করিম কচি, নবাব খান, প্রমুখএদিকে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগেও খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুলিশ হানা দিয়ে জেলা মহানগর ছাত্রদলের ওমর খৈয়াম উৎসব ও মোঃ সুমন নামের দুই কর্মীকে আটক করেপরে পুলিশের সাথে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয় ছাত্রদলের নেতাকর্মীদেরজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল প্রমুখএদিকে দুপুর ১২টায় মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে মহানগর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রাম জেলা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়পরে জাহাজমোড়ে পুলিশ মিছিলে বাঁধা দিলে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়জেলা বিএনপির সহসভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এ সময় বক্তব্য রাখেন সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইনসহ সংগঠনের নেতৃবৃন্দ মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, মাদারীপুর যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়এসময় পুলিশ ইকবাল বেপারী, রুবেল বেপারী ,রুমান সিকদার, মেহেদী দর্জী নামে যুবদলের ৪ কর্মীকে গ্রেফতার করেছেওই ঘটনায় বিকেলে দলীয় কার্যালয় জেলা বিএনপির এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জামিনুর হোসেন মিঠু, প্রমুখ নেতৃৃবন্দ

নাটোর জেলা সংবাদদাতা জানান, পুলিশি বাধার মুখে বিক্ষোভ সমাবেশে করেছে জেলা বিএনপিএসময় ব্যানার কেড়ে নেয় পুলিশসমাবেশে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল হকসহ দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা

নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, দলের সাধারণ সম্পাদক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকএ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া প্রমূখ

টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপিসমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াইল হক শাহীন, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী প্রমুখ

ফুলপুর(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা জানান, তারাকান্দায় বিক্ষোভ সমাবেশ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপিসমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ছালাম তালুকদার, সাংগাঠনিক সম্পাদক আব্দুল মালেকসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ

মেহেরপুর জেলা সংবাদদাতা জানান, মেহেরপুর বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপিসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনবক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা সাধারন সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস প্রমুখ


শেয়ার করুন

0 facebook: