অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ি ফিরে যান ওই দম্পতি। ফেরার সময় তাদের পিছু নেন পিঙ্কু বর্মন ও কৃষ্ণ বর্মন। কিন্তু তাদের ধমক দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তবে রাতে যে এত বড় বিপদ অপেক্ষা করছিল, তা হয়তো আঁচ করতে পারেননি কেউ। বাড়ির সিঁধ কেটে গৃহবধুকে ধর্ষণ করেন তারা।
ইন্ডিয়া এক্সপ্রেস বলেছে, গত সোমবার রাতে পিঙ্কু ও কৃষ্ণ সিঁধ কেটে ওই দম্পতির ঘরে ঢোকেন। এ সময় তারা স্বামীর মুখ বেঁধে,তাদের সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে গৃহবধূকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দেন। রাজি না হওয়ায় গণধর্ষণ করা হয়। পুলিশের কাছে এর পুরো ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগ করেছেন স্বামী।
গত বুধবার স্থানীয় শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্ষণ
0 facebook: