06 July 2018

বিয়ে পার্টিতে নাচ, মধ্যরাতে ঘরে ঢুকে গণধর্ষণ!


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর বং রাজ্যের কোচবিহারের শীতলকুচি গ্রামে ঘটেছে ঘটনাটিআত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে দেখা হয়েছিল তাদের একসঙ্গে পার্টিতে নাচও করেন তারা কিন্তু কে জানতো এর পর  ঘটবে গণধর্ষণের ঘটনাইন্ডিয়া এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছেদুদিন আগে আত্মীয়ের বিয়ের পার্টিতে গিয়েছিলেন এক  দম্পতিসেখানে পিঙ্কু বর্মন ও কৃষ্ণ বর্মন নামে তাদের দুজন পুর্ব পরিচিতও ছিলেনআর পাঁচ জনের মতো তাদের সঙ্গেও নেচেছিলেন ওই দম্পতি

অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ি ফিরে যান ওই দম্পতিফেরার সময় তাদের পিছু নেন পিঙ্কু বর্মন ও কৃষ্ণ বর্মনকিন্তু তাদের ধমক দিয়ে ফিরিয়ে দেওয়া হয়তবে রাতে যে এত বড় বিপদ অপেক্ষা করছিল, তা হয়তো আঁচ করতে পারেননি কেউবাড়ির সিঁধ কেটে গৃহবধুকে ধর্ষণ করেন তারা

ইন্ডিয়া এক্সপ্রেস বলেছে, গত সোমবার রাতে পিঙ্কু ও কৃষ্ণ সিঁধ কেটে ওই দম্পতির ঘরে ঢোকেনএ সময় তারা স্বামীর মুখ বেঁধে,তাদের সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে গৃহবধূকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দেনরাজি না হওয়ায় গণধর্ষণ করা হয়পুলিশের কাছে এর পুরো ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগ করেছেন স্বামী

গত বুধবার স্থানীয় শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতাএরপর গতকাল বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ


শেয়ার করুন

0 facebook: