06 July 2018

জাপানে তান্ত্রিক নেতাসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর


আন্তর্জাতিক ডেস্কঃ আম শিনরিকিও তান্ত্রিক গোষ্ঠীর নেতা শোকো আশাহারাসহ ৭ জন বন্দীর মৃত্যুদণ্ড শুক্রবার গোপনে কার্যকর করেছে জাপানজাপানের মুখ্য মন্ত্রী পরিষদ সচিব ইয়োশিহিদে সুগা আশাহারার মৃত্যুদণ্ড কার্যকরের খবর নিশ্চিত করেছেনপরে দেশটির বিচার মন্ত্রণালয় একই দিনে আরো ৬ বন্দীর মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করেএছাড়া ওই গোষ্ঠীর আরো ৬ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় আছে

১৯৯৫ সালের টোকিওর রেলস্টেশনের আন্ডারগ্রাউন্ডে এক ভয়াবহ রাসায়নিক হামলার জন্য তাদের এই সর্বোচ্চ শাস্তি দেয়া হয়দ্যা সারিন অ্যাটাকখ্যাত ওই ভয়াবহতম হামলায় ১৩ জন মারা যানহাজারেরও বেশি মানুষ আহত হন

জানা যায়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সব বন্দীই নিজেদের নির্দোষ প্রমাণের শেষ সুযোগ পেয়েছেবন্দীদের চূড়ান্ত আপিল নিষ্পত্তি হয় জানুয়ারি মাসেএরপরই আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর হলো

এদিকে মৃত্যুদণ্ড কার্যকরের খবরে স্বস্তি প্রকাশ করেছ হামলায় আহত জাপানিদের স্বজনেরাহামলায় নিহত রেলকর্মীর স্ত্রী শিজুই তাকাহাশি বলেন, ‘তার যে মৃত্যুদণ্ড কার্যকর হলো এটাই সঠিক

তিনি আরো বলেন, ‘আমার স্বামীর পিতা মাতা ও আমার পিতা মাতা আজ মৃতএই মৃত্যুদণ্ড কার্যকরের খবরটা নিজ কানে না শুনে যাওয়ার জন্য তাদের আক্ষেপ থেকে গেছে শোকো আশাহারা ও তার অনুসারীরা আরো কয়েকটি হত্যাকাণ্ড নিয়েও অভিযুক্ত ছিলেন১৯৯৪ সালে উত্তর জাপানের একটি শহরে হামলার ঘটনায় ৮ জন মারা যান ও ৬০০ জন আহত হনসে হামলারও মূল পরিকল্পনাকারী ছিল শোকা আশাহারা

আম শিনরিকিও
আম শিনরিকিও মানে সর্বোচ্চ সত্য১৯৮০ সালে হিন্দু ও বুদ্ধ ধর্মে বিশ্বাসীদের একটি আধ্যাত্মিক দলের হাতে এই গোষ্ঠী যাত্রা শুরু করেশোকো আশাহারা গোষ্ঠীটির প্রতিষ্ঠাতাতাকে চিজুও মাতসুমোতো নামেও ডাকা হয়১৯৮৯ সালে সরকারিভাবে তাদের ধর্মীয়গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেয় জাপানসে সঙ্গে বিশ্বব্যাপী এই গোষ্ঠীর অনুসারীও বাড়তে থাকেএকসময় জাপানে ১০ হাজার মানুষ এই ধর্মের মতাদর্শী ছিলরাশিয়াতে ছিল কমপক্ষে ৩০০০০ অনুসারী


শেয়ার করুন

0 facebook: