আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র ১৪ দিন বয়সী একটি শিশু বিক্রির অভিযোগে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটিতে কর্মরত এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কেন্দ্রের আরও দুইজন মহিলা কর্মীকেও আটক করা হয়েছে এবং শিশু বিক্রির আরও সম্ভাব্য অভিযোগ নিয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঝাড়খণ্ড রাজ্যের শিশু কল্যাণ কমিটি (সি ডবলিউ সি) এই ব্যাপারে অভিযোগ জানানোর পরই পুলিশ এ ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। খবর বিবিসি।
ঝাড়খণ্ড রাজ্যের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, আমরা জানতে পেরেছি যে ওই সেন্টার থেকে এর আগেও অনেক শিশুকে অবৈধভাবে বিক্রি করা হয়েছে। পুলিশ এখন ওই বিক্রি হওয়া শিশুদের মায়েদের নামের তালিকা বের করে এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করছে। এছাড়া ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে অবস্থিত মিশনারিজ অব চ্যারিটির ওই সেন্টার থেকে পুলিশ ১ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করেছে। যা শিশু বিক্রির টাকা বলে সন্দেহ করা হচ্ছে।
এর আগেও ভারতের বিভিন্ন শহরে নিঃসন্তান দম্পতিদের কাছে ওই সেন্টার থেকে ৫০ থেকে ৭০ হাজার রুপির বিনিময়ে শিশুদের বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ আছে।
এই অভিযোগ সামনে আসার পর রাঁচিতে ওই সেন্টার থেকে ১৩জন গর্ভবতী মহিলাকে কমিটি অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছে।
উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রয়াত মাদার তেরেসা আজ থেকে ৬৮ বছর আগে মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: