স্বদেশবার্তা ডেস্কঃ কপালে চোখওয়ালা-নাকবিহীন এক শিশুর জন্ম হয়েছে কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ডাক্তাররা বলছেন, গর্ভকালীন সময়ে ফলিক এসিড না খাওয়ায় জন্মগত ত্রুটি নিয়ে নবজাতকটি ভূমিষ্ঠ হয়।
শনিবার (৭ জুলাই) বিকেলে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্মের আধা ঘণ্টা পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে নবজাতকটি।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সকালে প্রসব বেদনা নিয়ে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী নিশি আক্তার। পরে বিকেল ৫টার দিকে তিনি কন্যা সন্তানের জন্ম দিলে দেখা যায় নবজাতকটির নাক নেই এবং চোখ কপালের মাঝখানে।
এই খবর ছড়িয়ে পড়লে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকটিকে এক নজর দেখার জন্য ভিড় জমায় শত শত উৎসুক জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে নিশি আক্তারের সঙ্গে বিয়ে হয় আসাদুজ্জামানের এবং কন্যা সন্তানটি তাদের প্রথম সন্তান।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুপ কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, গর্ভকালীন সময়ে ফলিক এসিড নামক ট্যাবলেট না খাওয়ায় নবজাতকটি সেফলি রোগে আক্রান্ত হয়েছিল।
খবর বিভাগঃ
অন্যান্য সংবাদ
জেলা সংবাদ
0 facebook: