10 July 2018

মৌলভীবাজারে ভুয়া ডিবিপুলিশ অফিসার আটক


মুহম্মদ তাজুদুর রহমানঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ডিবিপুলিশের ভুয়া এএসপি পরিচয়দানকারি সাজু আহমেদ পায়েল নামের এক যুবককে আটক করেছে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বশীলরা

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়,সাজু আহমেদ পায়েল নামের যুবকটি নিজেকে ডিবিপুলিশের এএসপি পরিচয় দিয়ে সিএনজি- প্রাইভেটকার ভাড়া করে ড্রাইভারের মোবাইল ও টাকা পয়সা ধার নিয়ে কৌশলে পালিয়ে যেতো

সোমবার (৯ জুলাই) বেলা দেড়টায় শমশেরনগর-কুলাউড়া সিএনজি স্ট্যান্ডে একই পরিচয়ে সিএনজি ড্রাইভার শাহীন এর সিএনজি রিজার্ভ করতে গেলে শাহীন শমশেরনগর পুলিশ ফাঁড়ীতে খবর দেয়তাৎক্ষণিক পুলিশ ফাঁড়ীর ইনচার্জ অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশ টিম সেখানে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে ভুয়া ডিবি অফিসার পরিচয় দানকারী হিসাবে আটক করেন

পুলিশ ফাঁড়ীর ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে আরও জানান, আটককৃত যুবকটির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একই ধরনের একাধিক মামলা রয়েছে


শেয়ার করুন

0 facebook: