10 July 2018

আটক হলেন নওয়াজ শরীফের জামাতা


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মাদ সফদারকে আটক করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো বা ন্যাবদুর্নীতির মাধ্যমে লন্ডনের বিলাসবহুল অ্যাভেনফিল্ড ফ্ল্যাট কেনার মামলায় ৮ জুলাই রোববার তাকে আটক করা হয়এরই মধ্যে সফদারকে কারাগারে পাঠানো হয়েছেখবর প্রেসটিভি

শুক্রবার পাকিস্তানের আদালত তার বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড দেয়কিন্তু তিনি আত্মগোপন করে থাকায় আটকে দেরি হয়েছে এ নিয়ে ন্যাব জানায়, সফদারকে যেসব ব্যক্তি লুকিয়ে থাকতে সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে
আটকের আগে ন্যাবের তল্লাশি দল সফদারের খোঁজে অ্যাবোটাবাদ শহর, মানশেরা ও হরিপুরে তার বাড়িতে অভিযান চালায়এক পর্যায়ে সফরদার ন্যাবের কাছে আত্মসমর্পণ করেন

এদিকে, সফরদারের কোনও বক্তব্য সরাসরি সম্প্রচার না করতে পাক গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে ন্যাবআদালতের রায়ের পর এবং আটকের আগে ক্যাপ্টেন সফদার শত শত সমর্থক নিয়ে রাওয়ালপিন্ডি শহরে মিছিল করেন


শেয়ার করুন

0 facebook: