প্রতিকি ছবি |
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রে একটি স্কুলের রান্নাঘর থেকে ৬০টি বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। এ সময় ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
গত শুক্রবার মহারাষ্ট্র প্রদেশের হিঙ্গলি জেলার একটি স্কুল থেকে এসব সাপ উদ্ধার করা হয়। তবে গতকাল শনিবার স্কুল কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ্যে আনেন।
সংবাদ মাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ওই স্কুলটি পরিচালনা করে জেলা পরিষদ। হিঙ্গলি জেলার পাংরা বোখার গ্রামে স্কুলটি অবস্থিত।
প্রতিবেদনে আরো বলা হয়, শুক্রবার বিকেলে এক রাঁধুনি রান্নাঘরে রাখা লাকড়ির কাছে দুইটি বিষধর সাপ দেখতে পান। এরপর লাকড়ি উঠানো শুরু করলে দেখেন সেখানে আরো ৫৮টি সাপ।
স্কুলটির প্রধান শিক্ষক ত্রিয়ামবাক ভোসলে বলেন, এই খবর জানার পর সবার মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এরপর গ্রামের লোকজন সাপ মারতে লাঠি ও পাথর নিয়ে আসেন। কিন্তু আমরা সাপগুলো হত্যা করতে দেইনি। আমরা তাঁদের বিরত রেখেছি।
এরপর সাপগুলো ধরার জন্য এ বিষয়ে অভিজ্ঞ ভিকি দালাল নামে একজনকে খবর দেওয়া হয়। তিনি প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সবগুলো সাপ ধরে বোতলবন্দি করেন।
স্কুলটির প্রশাসনিক কর্মকর্তা ভিম রাও বোখার জানান, সাপগুলো বন বিভাগের কাছে দেওয়া হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: