আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের
উত্তরাঞ্চলে কোচিন প্রদেশে আবারও ভূমিধসে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জন। এখনও প্রায় অর্ধশতাধিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ওই
অঞ্চলের প্রশাসন।
তুর্কি বার্তা
সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে জেইড পাথরের খনিতে ভূমিধসের ঘটনা
ঘটে। শহরের প্রশাসক কিয়াও সোয়ার অং বলেন, ‘কাদার ওই স্তূপটি যখন একটি পুকুরের মধ্যে ধসে পড়ে তখন
পানিতে কর্মরত লোকজন চাপা পড়ে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।’ উদ্ধার অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা তায় হাং বলেন, ‘ভূমিধসের সময় অন্তত ১০০ জন কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। জীবিত কাউকে উদ্ধার করার
সম্ভাবনা খুবই ক্ষীণ।’
বার্তা সংস্থা
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি দলের
হপকান্ত অঞ্চলের সেক্রেটারি হান থর জানিয়েছেন, ধসে পড়া কাদার ভেতর থেকে মৃতদেহ ও আহতদের বের করার পর সেদিনের মতো উদ্ধার কাজ
স্থগিত রাখা হয়েছে। এ ঘটনায় প্রাণহানির আশঙ্কা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। আজ রোববার আবার শুরু করা হবে। এর আগে গত মে মাসে একই এলাকায় আরেকটি ভূমিধসে ১৪ জন মারা
যান।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: