আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলায় ২ ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন। এ সময় আরও ১২ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার গাজায় চালানো ইসরায়েলের বিমান হামলায় আমির আল নিমরি (১৫) ও লুয়ায় কাতিল (১৬) নামে দুই কিশোর নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আল কুতাইবা স্কয়ারটির সাথেই একটি পার্কে ওই দুই কিশোর ছাদে খেলাধুলা করছিলো। তখনই হামলায় প্রাণ হারান তারা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এবারের ভূমি দিবসের আন্দোলন শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর আহত হয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ। তবে এর মধ্যে কোনো ইসরায়েলির হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এক টুইট বার্তায় হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলও। তারা জানায়, তারা হামাসের উচু স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে গত ৩০ মার্চ শুরু হওয়া ‘গ্রেট রিটার্ন মার্চ’ কর্মসূচির পর থেকে ধারাবাহিক বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। কর্মসূচির শেষ দিনটিকে ফিলিস্তিনিরা‘নাকবা’ বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে থাকে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: