আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় কুমিরের হামলায় গ্রামের এক বাসিন্দা নিহত হওয়ায় উত্তেজিত জনতা প্রায় ৩০০ কুমিরকে হত্যা করেছে। দেশটির ওয়েস্ট পাপুয়া প্রদেশের একটি প্রাণি অভয়ারণ্য এলাকায় এ ঘটনা ঘটে। বিবিসির সংবাদ।
স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, অভয়ারণ্যটিতে এক কুমিরের আক্রমণে এক লোক মারা গেলে 'বদলা' নিতে এসব কুমিরকে হত্যা করে উত্তেজিত জনতা।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ হত্যাকাণ্ড থামাতে তারা উত্তেজিত জনতাকে তাৎক্ষণিকভাবে থামাতে পারেননি । তবে পরবর্তীতে এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তারা।
অভয়ারণ্যের মত নিরাপদ জায়গায় থাকা এসব প্রাণিদের হত্যা করা দেশটিতে অপরাধ হিসেবে গণ্য হয়। এ ধরণের ঘটনার জন্য জরিমানা কিংবা জেলদণ্ডের শাস্তির বিধান আছে।
নিহত গ্রামবাসী গত শুক্রবার অভয়ারণ্যটিতে কুমিরের প্রজনন খামারের পাশে এক ক্ষেত থেকে সবজি তুলতে গিয়েছিলেন। সেখানে এক কুমিরের আক্রমণে তিনি মারা যান।
ওয়েস্ট পাপুয়ায় দেশটির পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল রিসোর্চ কনসারভ্যাশন অ্যাজেন্সির প্রধান কর্মকর্তা বলেন, আমাদের এক কর্মচারী একজনের চিৎকার শুনতে পান। কেউ কিছুর আক্রমণের শিকার হয়েছেন, বাঁচার জন্য তিনি সাহায্য চাইছিলেন। সে ঘটনাস্থলে দৌড়ে গিয়ে দেখে একটা কুমির এক ব্যক্তিকে আক্রমণ করেছে।
শনিবার নিহত লোকটির অন্ত্যেষ্টিক্রিয়া শেষে বিক্ষুব্ধ জনতা ছুরি, হাতুড়ি, বেলচা, লাঠি নিয়ে অভয়ারণ্যে ঢুকে কুমিরদের ওপর আক্রমণ করে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে যে, এক কর্মকর্তা জানান, উত্তেজিত জনগণ প্রথম কুমির খামারের অফিসে হামলা চালায়, এরপর একে একে প্রায় ৩০০ কুমিরকে হত্যা করে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: